আপনি পড়ছেন

আরবি বর্ষের নবম মাস রমজান। ১২টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসও মাহে রমজান। এ মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো, পৃথিবীর সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সা. নবুয়ত লাভ করেছিলেন এ মাসেই। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ পবিত্র কোরআনও নাজিল হয়েছে এই মাহে রমজানে। ফলে আল্লাহর কাছে এ মাসের মর্যাদা এত বেশি যে, একটি ফরজ ইবাদতের সওয়াব সত্তর গুণ বেশি বিবেচনা করা হয়। নফল, সুন্নাত ইবাদতের ক্ষেত্রেও বেশি সওয়ারের কথা উল্লেখ রয়েছে।

know the reasons for breaking fast

রমজান মাসের নাম করণ সম্পর্কে মোল্লা আলী কারী হানাফি (রহ.) লেখেন, আরবি রমদ ধাতু থেকে রামাদান বা রমজান শব্দটি এসেছে। রমদ অর্থ ‘অতিরিক্ত গরম’। প্রাচীন আরবরা যখন মাসের নাম নির্ধারণ করছিলেন, ওই সময় গ্রীষ্মকালের নাম রাখেন রমজান বা অতিরিক্ত গরমের মাস। সে থেকেই এ মাসটি রমজান নির্ধারিত হয়ে যায়। মিরকাতুল মাফাতিহ, ৪র্থ খন্ড, ২২৯ পৃষ্ঠা।

বিখ্যাক আরবি অভিধান লিসানুল আরবে বলা হয়েছে, প্রচন্ড গরম বা উত্তাপ বোঝাতে রমদ শব্দটি ব্যবহার হয়ে থাকে। যেমন ‘রমদুস সায়েম। রোজাদারের পেট প্রচন্ড গরম হয়েছে।’ তাছাড়া যেহেতু রমজান মাসে বান্দার গোনাহ জ্বলিয়ে-পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়, এ কারণেও এ মাসটির নাম রমজান হওয়া যথোপযুক্ত হয়েছে। লিসানুল আরব, ৭ম খন্ড, ১৬২ পৃষ্ঠা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর