প্রযুক্তিপ্রেমীদের কাছে সব সময়েই জনপ্রিয় অল-ইন-ওয়ান পিসি। বাংলাদেশের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নতুন মডেলের অল-ইন-ওয়ান পিসি। ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান নজরকাড়া ডিজাইনের কম্পিউটারগুলোতে থাকছে অত্যাধুনিক সব ফিচার।

walton all in one pcওয়ালটন অল-ইন-ওয়ান পিসি

দীর্ঘদিন ধরেই দেশের বাজারে ইউনিফাই সিরিজের অল-ইন-ওয়ান পিসি উৎপাদন ও বাজারজাত করে আসছে ওয়ালটন। এই পিসিগুলো বাজারে বেশ সাড়া ফেলেছে। এরই প্রেক্ষিতে গ্রাহকদের জন্য আরও আপডেটেড এবং নতুন ফিচারসমৃদ্ধ ৬ মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এলো ওয়ালটন। মডেলভেদে ডিভাইসগুলোর দাম ৬৪ হাজার ৮৫০ টাকা থেকে ৯৭ হাজার ৫৫০ টাকার মধ্যে।

ওয়ালটন জানায়, মডেলভেদে ইউনিফাই এ২৪ এবং এইচ২৪ সিরিজের অল-ইন-ওয়ান কম্পিউটারগুলোতে ব্যবহার করা হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দশম ও একাদশ প্রজন্মের কোরআই সেভেন, কোরআই ফাইভ এবং কোরআই থ্রি প্রসেসর। পিসিগুলোর উচ্চগতি নিশ্চিতে আরো রয়েছে ইন্টেল এইচ৫১০ চিপসেট, ২৬৬৬ এবং ৩২০০ মেগাহার্টস গতিসম্পন্ন ডুয়াল চ্যানেল ৮ জিবি ডিডিআর-ফোর র‌্যাম, যা ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে। রয়েছে ইন্টেল ইউএইচডি ৬৩০ এবং ৭৫০ গ্রাফিক্স ।

সব মডেলে ৫১২ গিগাবাইট এসএসডি স্টোরেজ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে, ২৩.৮ ইঞ্চি এন্টি গ্লেয়ার ফুল এইচডি ডিসপ্লে, রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফলে কাজ, বিনোদন কিংবা গেমিং হবে আনন্দদায়ক। দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারেও আরামদায়ক অনুভূতি পাবেন গ্রাহক।

ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ইথারনেট ল্যান পোর্ট ছাড়াও রয়েছে বিল্ট ইন ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই। ফাইল শেয়ারিং কিংবা ওয়ারলেস কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ। হাই-ডেফিনেশন বিল্ট ইন স্পিকারে সরাসরি সাউন্ড উপভোগের পাশাপাশি থাকছে অডিও পোর্টে আলাদা স্পিকার ব্যবহারের সুবিধা। ডিভাইসগুলোর বিশেষ সুবিধা হিসেবে থাকছে ৫.০ মেগাপিক্সেল ক্যামেরা, যা দেবে ঝকঝকে ভিডিও কনফারেন্সিংয়ের অভিজ্ঞতা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.