advertisement
আপনি দেখছেন

মুক্তির সময় ঘোষণা দেয়া হয়েছিলো ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডিভাইসে উইন্ডোজ টেন পৌঁছে দেয়া হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না বলে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে।

windows 10 theme picture

সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে মাইক্রোসফট জানায়, নানা কারণে ২০১৮ সালের মধ্যে এক বিলিয়ন ডিভাইসে উইন্ডোজ টেন ইনন্সটল করা সম্ভব হবে না। এই লক্ষ্য বাস্তবায়নে আরো বেশি সময়ের প্রয়োজন।

বর্তমান বাজার অ্যান্ড্রয়েড ও আইওএসের দখলে থাকায় উইন্ডোজ টেন খুব একটা সুবিধা করতে পারেনি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব হয়নি।

উল্লেখ্য, মাইক্রোসফটের দেয়া তথ্যমতে বর্তমানে ৩৫০ মিলিয়ন ডিভাইসে উইন্ডোজ ১০ ব্যবহৃত হচ্ছে। কিন্তু মুক্তি পাওয়ার পরে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ও এক্সবক্স ওয়ানে ইউনিফাইং অপারেটিং সিস্টেম হিসেবে আবির্ভূত হওয়ার লক্ষ্য নিয়েছিল মাইক্রোসফট। তাই সব ধরণের ডিভাইস মিলিয়ে ২০১৮ সালের মধ্যে ১০০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ ব্যবহৃত হবে বলে টার্গেট নিয়েছিলো প্রতিষ্ঠানটি।

আপনি আরো পড়তে পারেন 

ইইউ'র মামলার মুখে পড়তে পারে গুগল

ইন্সট্যান্ট আর্টিকেলের সুবিধা এবার মেসেঞ্জারে

গেম দুনিয়ার নতুন বিস্ময় পোকেমন গো

যে আটটি তথ্য ফেসবুকে না দেয়ার পরামর্শ দিয়েছে পুলিশ

১০ কোটি টাকার মামলার মুখে ফেসবুক

sheikh mujib 2020