১২তম প্রজন্মের ইন্টেল কোর এইচ সিরিজ প্রসেসরের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে তাইওয়ানের গেমিং এবং বিজনেস ল্যাপটপের উদ্ভাবনী প্রতিষ্ঠান এমএসআই। বাংলাদেশে বাজারে এটিই প্রথম ১২তম প্রজন্মের ল্যাপটপ।

msiদেশে প্রথম ১২তম প্রজন্মের গেমিং ল্যাপটপ আনল এমএসআই- সংগৃহীত ছবি

মেটা-রেডি লোগোযুক্ত ল্যাপটপগুলোতে আছে ইন্টেল কোর আই-সেভেন এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৭০ বা এদের আপডেটেড ভার্সন। মেটাভার্স কম্প্যাটিবল পারফর্ম্যান্স উপভোগ করতে এটিই বাজারের সেরা ল্যাপটপ। ল্যাপটপগুলো এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

নতুন গেমিং ল্যাপটপ লাইনআপ-এর সিপিইউর কর্মক্ষমতা পূর্ববর্তী মডেল থেকে ৩০-৪৫ শতাংশ বেশি। এমএসআই-এক্সক্লুসিভ কুলিং টেকনোলোজি ১২তম প্রজন্মের ইন্টেল প্রসেসরকে শক্তিশালী করেছে। এটি এমন একটি উদ্ভাবন যা লিকুইড মেটালের মতো কার্যকর। তবে আরো বেশি নিরাপদ ও নির্ভরযোগ্য।

১৭ ইঞ্চি ডিসপ্লে পর্যন্ত পাওয়া যাবে এমএসআই ক্রিয়েটর সিরিজের এই ল্যাপটপ। ভ্যাপর চেম্বার কুলার থাকায় ল্যাপটপের সামগ্রিক সিপিইউ পারফর্ম্যান্স ৪৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে।

এছাড়াও কন্টেন্ট নির্মাতাদের জন্য এতে রয়েছে এমএসআই পেন (টাচ সাপোর্টের জন্য), ক্যালম্যান ভেরিফাইড ট্রু পিক্সেল ডিসপ্লে, অসাধারণ সাউন্ড অভিজ্ঞতার জন্য ডিটিএসসহ প্রয়োজনীয় আরো কিছু ফিচার।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.