স্থানীয় উৎপাদন বাড়াতে আমদানিকৃত ল্যাপটপের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই পরিমাণ কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে বাড়বে ল্যাপটপের দাম। আজ বৃহস্পতিবার ৯ জুন জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

laptop 1ফাইল ছবি

বাজেট বক্তৃতায় আ হ ম মুস্তফা কামাল বলেন, ল্যাপটপ আমদানিতে মূসক অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ-কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি। অর্থমন্ত্রীর এই ঘোষণায় ল্যাপটপ আমদানির ক্ষেত্রে মোট মূল্য সংযোজন করের পরিমাণ দাঁড়াবে ৩১ শতাংশে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এবারের এই বাজেট হবে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। এছাড়া এটি দেশের ৫১তম এবং আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। এবারের বাজেটের শিরোনাম ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।

করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মিলিয়ে দেশের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব পড়ছে। জিনিসপত্রের দাম বেড়েছে অস্বাভাবিক গতিতে। ডলারের বিপরীতে বারবার টাকার দরপতন হচ্ছে। সঙ্গত কারণেই এবারের বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, মানবসম্পদসহ বেশ কিছু খাতকে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.