চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নোট সিরিজের নতুন স্মার্টফোন। ফোনটির মডেল রেডমি নোট ১০ প্রো। শাওমির ফ্ল্যাগশিপ সিরিজের মতো ফেন্সি ফিচারের জন্য রেডমি নোট সিরিজের আলাদা পরিচিতি রয়েছে। প্রতিবারের মতো রেডমি নোট ১০ প্রো ফোনটিতেও নতুন কিছু ফিচার যুক্ত করেছে শাওমি। যার মধ্যে রয়েছে- ১২০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর।

redmi note 10 proশাওমি রেডমি নোট ১০ প্রো

ক্যামেরা: রেডমি নোট ১০ লাইন আপের ক্যামেরা ইতোমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। নতুন রেডমি নোট ১০ প্রোতে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা, প্রধান ক্যামেরায় থাকছে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ভিডিও কলিং ও সেলফি তুলতে ফোনের সামনের দিকে রয়েছে ছোট পাঞ্চহোলের ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা। ১০৮০ পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে। হাই রেজ্যুলেশন ক্যামেরা সুবিধা থাকার কারণেে এটি দিয়ে পর্যাপ্ত আলোতে দারুণ ছবি তোলা যাবে।

ডিসপ্লে ও ডিজাইন: ক্যামেরা ছাড়াও শাওমি সবসময় ডিসপ্লের দিকে নজর দিয়ে থাকে। রেডমি নোট ১০ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির বড় অ্যামোলেড প্যানেল ডিসপ্লে রয়েছে। এতে সর্বোচ্চ ১২০০ নিটস থাকার কারণে প্রচুর আলোতেও স্ক্রিন স্পষ্ট দেখাবে। ফোনটির অন্যতম ফিচার হচ্ছে ১২০ হার্জের দ্রুত রিফ্রেশ রেট যা সাধারণত এ বাজেটের ফোনে দেখা যায় না। এর অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে ১২০ হার্জ রিফ্রেশ রেটে নির্বিঘ্নে ফোন ব্রাউজ করা যাবে। আর দারুণ ডিজাইনের অন্যতম আকর্ষণ হচ্ছে চারপাশ ঘিরে থাকা পাতলা বেজেল।

প্রসেসর: রেডমি নোট ১০ প্রো ফোনটিতে রয়েছে জনপ্রিয় কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। যদিও এটি কোয়ালকমের সর্বশেষ চিপসেট নয়, তারপরও সবসময় ব্যবহারের জন্য যা দরকার সবই আছে ফোনটিতে। এতে থাকছে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম।

ব্যাটারি ও চার্জার: ৫০২০ এমএএইচ বড় ব্যাটারির সঙ্গে ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স ফার্স্ট চার্জার। একসঙ্গে এমন বড় ব্যাটারি ও ইনবক্স চার্জার মিডরেঞ্জ ফোনে পাওয়া যায় না। একবার চার্জে অনায়াসেই একদিন চলে যাবে। তবে অত্যধিক ব্যবহারের কারণে চার্জ ফুরিয়ে গেলেও চিন্তা করতে হবে না। কারণ ৩০ মিনিটে প্রায় ৬০ ভাগ চার্জ হয়ে যাবে।

দাম: ফোনটির দাম পড়বে ২৯ হাজার ৯৯৯ টাকা। তবে বর্তমানে ১ হাজার টাকা ছাড়ে ২৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ফোনটি।

একনজরে শাওমি রেডমি নোট ১০ প্রো এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে
প্রসেসর: কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২জি
র‍্যাম: ৬জিবি
স্টোরেজ: ১২৮জিবি

ব্যাক ক্যামেরা: ১০৮মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ব্যাটারি: ৫০২০এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
দাম: ২৮ হাজার ৯৯৯টাকা

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.