advertisement
আপনি দেখছেন

জনপ্রিয়তায় অ্যাপল অর্থাৎ আইওএস এগিয়ে নাকি অ্যান্ড্রয়েড? প্রযুক্তি বিশ্বের কাছে অন্যতম আলোচনার বিষয় এই প্রশ্ন। সম্প্রতি রয়টার্সসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থা একটি জরিপ চালিয়েছে। তাতে উঠে এসেছে যে, অ্যাপলের চেয়ে এগিয়ে অ্যান্ড্রয়েড।

জরিপের ফলাফলের মতো মতামত দেখা গেছে বাজার বিশ্লেষকদের মধ্যেও। অধিকাংশ বাজার বিশ্লেষকদের ধারণা- আইফোন সিক্স বিক্রি হবে অনেক বেশি। তারপরও তারা মনে করেন এটিই প্রমাণ করে না যে অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোন এগিয়ে। কারণ অ্যান্ড্রয়েড বিক্রি হয় নানা দেশে নানা ব্রান্ডে। সেখানেই পিছিয়ে পড়েছে অ্যাপল।

প্রযুক্তি খাতে বিভিন্ন ব্রান্ডের তালিকায়ও অ্যাপল ও আইফোনের উপরে স্থান করে নিয়েছে অ্যান্ড্রয়েড নামটি। এমনটি অ্যান্ড্রয়েড অপারেটং সিস্টেম ব্যবহার করেও কিছু নাম উঠে এসেছে শীর্ষে। যেমন স্যামসাংয়ের গ্যালাক্সি।

জরিপ ও বিশ্লেষকদের ভাবনা অ্যাপলের পক্ষে না গেলেও বাস্তবতা কিন্তু ইঙ্গিত দিচ্ছে ভিন্ন কিছুর। বিশেষ করে নতুন আইফোন কেনায় প্রযুক্তিপ্রেমীদের যে আগ্রহ, তাতে মনে হচ্ছে আইফোন বিক্রিতে আগের সব রেকর্ড ভেঙে যাবে। ফলে জরিপ ও বিশ্লেষকদের চিন্তাও ভুল প্রমাণিত হতে পারে।