advertisement
আপনি দেখছেন

বেঁকে যাচ্ছে আইফোন। গত কয়েক দিন ধরে অনলাইন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এটি। গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় অ্যাপল নতুন আইফোন বিক্রি। বিক্রির সপ্তাহ না পেরোতেই অভিযোগ উঠে, পকেটে রাখলে বাঁকা হয়ে যাচ্ছে অ্যাপলের নতুন এই পণ্য। শুরুতে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করলেও এবার মুখ খুলেছে অ্যাপল। বাঁকিয়ে যাওয়াটাকে 'দুর্লভ' বলেছে তারা। অথচ নয়জন ক্রেতা এই অভিযোগ করেছে।

অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, "আইফোনকে এতোটা দুর্বল কাঠামো দিয়ে তৈরি করা হয়নি, যা সহজেই বেঁকে যাবে। আইফোন তৈরিতে যে অ্যালমুনিয়াম ব্যাবহার করা হয়েছে তা যথেষ্ঠ শক্ত এবং ভার বহনে সক্ষম। কেবলমাত্র প্যান্টের পিছনের পকেটে আইফোন রেখে দীর্ঘক্ষণ বসে থাকলেই তা বেঁকে যেতে পারে।"

আইফোনের বেঁকে যাওয়া নিয়ে এমন বাঁকা কথাই বলেছে নির্মাতা প্রতিষ্ঠান। তবে যে ক্রেতাদের ফোন বেঁকে গেছে তাদের ফোন পরীক্ষা করে বদলে দেয়ার আশ্বাসও দিয়েছে অ্যাপল।