বাংলাদেশের বাজার সাশ্রয়ী দামের স্মার্টফোন এনে ভালোই বাজার ফিরিয়েছে সামস্যাং। সেই ধারাবাহিকতা ধরে রেখে নতুন আরো একটি কম মূল্যের স্মার্টফোন এনেছে তারা।
এই ফোনটির মডেল নাম গ্যালাক্সি এইস নেক্সট। মাত্র আট হাজার ৯০০ টাকায় এটি পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে।
গ্যালাক্সি সিরিজের অন্য মডেলগুলোর মতোই সুবিধা পাওয়া যাবে এতে। থাকবে থ্রি-জি সুবিধাও। এ ছাড়া অ্যান্ড্রয়ের মজা তো আছেই।
সাথে প্রয়োজনীয় সব ফিচারের সুবিধাও যোগ করা থাকছে আপনার জন্য।
গ্যালাক্সি পরিবারের নতুন এই সদস্যের পর্দার আকার চার ইঞ্চি। প্রসেসরের গতি ১.২ গিগাহার্টজ। আপনাকে দ্রুত গতির স্মার্টফোনের স্বাদ দিতে যুক্ত করা হয়েছে ৫১২ মিগাবাইট ক্ষমতার র্যাম।
ছবি তোলার জন্য থাকছে তিন মেগমিপক্সেল ক্যামেরা।
সব মিলিয়ে আসল স্মার্টফোনের সব সুবিধাই আপনি এতে পাবেন।