অসাবধানতাবশত দৈনন্দিন ব্যবহারের স্মার্টফোনটি হাত থেকে পড়ে যেতেই পারে। আর একবার পড়ে গেলে স্মার্টফোনের মতো একটি সংবেদনশীল ডিভাইসের কোনো একটা ক্ষতি অবশ্যই হয়। এই ক্ষতি থেকে মোবাইল ফোনকে বাঁচাতে বাজারে আসছে বিশেষ ধরনের এয়ারব্যাগ।
জার্মান ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ফিলিপ ফ্রেঞ্জ বিশেষ ধরনের এয়ারব্যাগ তৈরি করেছেন যেটি স্মার্টফোনকে হাত থেকে পড়ে যাওয়ার পরও ক্ষতি থেকে রক্ষা করবে। বলা হচ্ছে, এই এয়ারব্যাগ থাকলে মোবাইল ফোন অনেক উঁচু থেকে পড়লেও চিন্তার বিশেষ কোনো কারণ নেই।
এয়ারব্যাগটির মধ্যে একটি কৃত্রিম চেতনাশক্তি বা সেনসিটিভ ডিভাইস রয়েছে। যেটির মাধ্যমে এয়ারব্যাগটি বুঝতে পারে যে, স্মার্টফোনটি শূন্যে ভাসছে কিনা। যখনই এয়ারব্যাগের মনে হবে, হাতের মোবাইল ফোনটি শূন্যে ভাসছে তখনই ফোনের চারকোনা থেকে চারটি শক্ত কাঁটা বের হয়ে আসবে। এই চারটি কাঁটার কারণে ফোনের স্ক্রিন, ক্যামেরা সবই থাকবে সুরক্ষিত। কাঁটাগুলো স্মার্টফোনে কোনও আঘাত লাগতে দেয় না।
এই আবিষ্কারের জন্য ইতোমধ্যেই পুরস্কৃত হয়েছেন ফিলিপ ফ্রেঞ্জ। আগামী মাস থেকেই এই ব্যাগটি সবার জন্য বাজারে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।