বাজার মাতাতে নতুন ফ্যাবলেট নিয়ে এলো শাওমি। সাশ্রয়ী দামের এই ডিভাইসের মূল আকর্ষণ হলো এটির শক্তিশালী ব্যাটারি। 'মি ম্যাক্স থ্রি' মডেলের এই ফ্যাবলেটটি কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
মি ম্যাক্স থ্রিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর মানে হচ্ছে, ডিসপ্লের ওপর কালো কোনো নচ থাকবে না। এছাড়া রয়েছে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। ১২ ও ৫ মেগাপিক্সেলের এই ফ্যাবলেটে রয়েছে দারুণ সেলফি তোলার ব্যবস্থাও। সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
শক্তিশালী ব্যাটারিই হচ্ছে 'মি ম্যাক্স থ্রি'র মূল আকর্ষণ। ব্যাকআপের জন্য ফ্যাবলেটটিতে রয়েছে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
এছাড়া ফোনের একটিতে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সুবিধা আর অন্যটিতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। নীল, সোনালি ও কালো এই তিনটি রঙে মিলবে এই বাজেট ফ্যাবলেট।
বর্তমানে চীনের বাজারে ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজ ফ্যাবলেটের মূল্য ধরা হয়েছে ১,৬৯৯ ইয়েন। আর ৬ জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ ফ্যাবলেটের দাম ১,৯৯৯ ইয়েন।