advertisement
আপনি দেখছেন

গত এপ্রিলে স্বল্প মূল্যে ট্যাব আনার ঘোষণা দিয়েছিলো মাইক্রোসফট। সেই ঘোষণা বাস্তবায়ন করে মাত্র ১২০ ডলার মূল্যের ট্যাব এনেছে প্রযুক্তি জায়ান্ট এই প্রতিষ্ঠান। বার্লিনে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি পণ্যের মেলায় নিজেদের ট্যাব উন্মুক্ত করেছে মাইক্রোসফট।

প্রাথমিকভাবে তোশিবা এবং এসার বানাচ্ছে এই ট্যাব। তোশিবার বানানো ট্যাবটির দাম ১২০ ডলার হলেও এসারের ট্যাবটির দাম ৩০ ডলার বেশি।

তোশিবা এবং এসারের সাথে ডেল ও এইচপিও নিয়ে আসবে কম দামের ট্যাব। মাইক্রোসফটের পক্ষ থেকে বার্লিন মেলায় ঘোষণা দেয়া হয়েছে ডেল ও এইচপির বানানো ট্যাবও শিগগিরই বাজারে পাওয়া যাবে।

মাইক্রোসফটের স্বল্প মূল্যের ট্যাবগুলোর পর্দার আকার হবে ৭ থেকে ৮ ইঞ্চির মধ্যে। পরিচালনা পদ্ধতি হিসেবে ব্যবহার করা হয়েছে মাইক্রোসফটের সর্বশেষ ওএস (অপারেটিং সিস্টেম) উইন্ডোজ এইট।

sheikh mujib 2020