advertisement
আপনি দেখছেন

প্রযুুক্তিপ্রেমীদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাজারে আসতে চলেছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল স্মার্টফোন 'গ্যালাক্সি জেড ফ্লিপ'। এটি দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের দ্বিতীয় ফোল্ডেবল ফোন। শিগগিরই ফোনটি বাজারে আসবে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

sumsung galaxy z flip

নতুন এই ফোনটিতে রয়েছে ৭ এনএম অক্টা কোর প্রসেসর এবং ৬ দশমিক ৭ ইঞ্চির ফুল এইচডি আমোলেড ডিসপ্লে। পাশাপাশি ফোনটির স্ক্রিনের ওপর থাকবে প্লাস্টিক প্রোটেশন সুবিধা। দামের দিক থেকেও স্মার্টফোনটি স্যামসাং 'গ্যালাক্সি ফোল্ড' ও 'মোটো রেজার' এর থেকে কম।

৮ জিবি র‌্যাম সমৃদ্ধ এ স্মার্টফোনটিতে চলবে অ্যান্ড্রোয়েড ১০ অপারেটিং সিস্টেম। থাকবে ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। এছাড়া দীর্ঘক্ষণ চালানোর জন্য ফোনটিতে ৩ হাজার ৩০০ এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

sumsung galaxy z flip 2

বাজারে তিনটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে এই 'গ্যালাক্সি জেড ফ্লিপ'। স্ক্রিনের ধুলো পরিষ্কারের সুবিধাসহ ফোনটিতে আরো থাকছে ওয়ারলেজ চার্জিং ও ই-সিম সুবিধা। তবে টিক কবে নাগাদ ফোনটি বাজারে পাওয়া যাবে বা এর দাম সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

sheikh mujib 2020