বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদাযাপনে আয়োজিত দুটি প্রীতি ম্যাচ খেলতে কারা কারা আসছেন তার একটা ধারণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়া একাদশের হয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারকে খেলানো হবে।
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার মিরপুর টেস্ট শেষ হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পাপন। বিভিন্ন দেশ থেকে কোন কোন ক্রিকেটার ম্যাচ দুটি খেলতে আসছেন তার একটা ধারণাও দিয়েছেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া একাদশে ভারত থেকে আমরা চারটা নাম পেয়েছি। ঋষভ পন্ত, কুলদিপ যাদব, শিখর ধাওয়ান ও মোহাম্মদ সামির কথা শুনেছি। একটা ম্যাচের জন্য লোকেশ রাহুলের নাম বলা হয়েছে। একটা ম্যাচে বিরাট কোহলির খেলার কথাবার্তা চলছে। তবে এখন পর্যন্ত ফাইনাল হয়নি।’
পাপন বলেন, ‘আফগানিস্তান থেকে রশিদ খান ও মুজিব (উর-রহমান) মোটামুটি ফাইনাল হয়েছে। কিন্ত চুক্তি সই করিনি, করব। নেপাল থেকে লামিচানের কথা বলা হচ্ছে। শ্রীলঙ্কা থেকে (লাসিথ) মালিঙ্কা ও (থিসারা) পেরেরার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়েছে।’
বাংলাদেশি ক্রিকেটারদের খেলার বিষয়ে পাপন বলেন, ‘দুটি ম্যাচ আছে, একটা ম্যাচে যদি বাংলাদেশের বেশি খেলোয়াড় নাও খেলাতে পারি তবে আরেকটাতে ঘুরিয়ে ফিরিয়ে মিক্সড করা হবে। তামিম (ইকবাল), মুশফিকুর রহিম তো কনফার্ম। আরও দুজন আছে, একজন মাহমুদুল্লাহ অন্যজন মোস্তাফিজ। আরেকজন নিয়ে কথা হচ্ছে, সে হলো লিটন দাস। কে ওপেন করবে না করবে এসবের ওপর নির্ভর করছে। কোন পজিশনে কোন বিদেশি ক্রিকেটার থাকবেন সেটা দেখতে হবে।’
এশিয়ার বাইরের ক্রিকেটারদের বিষয়ে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের চার-পাঁচজন করে আসছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছে, জানি না তাদের কয়জন আসবে। ইংল্যান্ড থেকে জনি বেয়ারস্টো আসবে। ক্রিস গেইলের আসার কথা। দক্ষিণ আফ্রিকার ডু-প্লেসি থাকবে।’