advertisement
আপনি দেখছেন

অনেক প্রতীক্ষার পর অবশেষে এসে গেছে নতুন আইফোন। নয় সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়াতে নতুন দুটি আইফোন উন্মোচন করেছে অ্যাপল ইনকোর্পোরেশন। ১২ সেপ্টেম্বর থেকে নতুন আইফোন কেনার জন্য প্রি-অর্ডার করা যাবে। হাতে পেতে পেতে ১৯ সেপ্টেম্বর।

নতুন আইফোন দুটির নাম আইফোন- সিক্স ও আইফোন সিক্স-প্লাস। প্রথমটির পর্দার আকার ৪.৭ ইঞ্চি এবং প্লাস মডেলটির পর্দার আকার ৫.৫ ইঞ্চি। আগের সবগুলো মডেলের চেয়ে এই দুটি মডেলের পর্দার আকার বড়। বোঝাই যাচ্ছে নতুন আইফোনে বড় ধরনের পরিবর্তন এনেছে অ্যাপল।

পরিবর্তন এসেছে আইফোনের পরিচালনা পদ্ধতিতেও। এবার একেবারে নতুন পদ্ধতি নিয়ে এসেছে অ্যাপল; নাম আইওএস-এইট। নতুন আইফোন বিশ্বের ২০০টিরও বেশি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানের সংযোগ সমর্থন করবে।

আইফোনের সাথে নতুন পণ্য অ্যাপল ওয়াচও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এটিও উন্মোচন করেছে অ্যাপল। এ ছাড়া নতুন পেমেন্ট সলিউশন অ্যাপল পে-ও উন্মুক্ত করেছে অ্যাপল ইনকোর্পোরেশন। এই পদ্ধতি কেনাকাটা ও যে কোনো ধরনের লেনদেনে ডেবিট বা ক্রেডিট কার্ডের বদলে ব্যবহার করা যাবে আইফোন। যা আইফোন ব্যবহারকারীদের দিবে নতুন ধরনের অভিজ্ঞতা।

নতুন আইফোনের কারিগরী বিভিন্ন তথ্য জানতে চোখ রাখুন আমাদের তথ্যপ্রযুক্তি পাতায়।