কেনার জন্য অগ্রিম অর্ডার গ্রহণের প্রথম দিনেই ৪০ লাখ আইফোন বিক্রি হয়ে গেছে! সোমবার এ তথ্য জানিয়েছে খোদ অ্যাপল।
জানা গেছে, নতুন দুটি মডেলের আইফোনের মধ্যে সাধারণ ভোক্তাদের মধ্যে আইফোন-সিক্সের প্রতি আগ্রহ বেশি। তুলনামূলক কিছুটা বড় পর্দার আইফোন-সিক্সের দিকে একটু কম আগ্রহ দেখা গেছে।
প্রথম ধাপে বিক্রির জন্য আইফোন-সিক্স প্লাসের চেয়ে বেশি মজুদ রয়েছে আইফোন-সিক্স। ফলে অগ্রিম অর্ডার দেয়ার জন্য আইফোন-সিক্স প্লাসের বরাদ্দও ছিলো কম। বিক্রি শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বরাদ্দকৃত আইফোন-সিক্স প্লাস শেষ হয়ে যায়। এটিও এই মডেলের কম বিক্রির কারণ হতে পারে।
অগ্রিম অর্ডারকারী ক্রেতারা আগামী শুক্রবারের মধ্যেই আইফোন হাতে পেয়ে যাবেন। তবে সবাই না। শুরুর দিকে অর্ডারকারীরাই পাবেন আগে। যারা পরে অর্ডার করেছেন তাদের হাতে আইফোন আসতে আসতে আরো ১৫ থেকে ২০ সময় লাগবে বলে জানিয়েছে অ্যাপল।