মটোরোলার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে নতুন তথ্য ফাঁস হয়েছে। ফ্রন্টিয়ার কোডনেমের এই ফ্ল্যাগশিপ তৈরিতে ইতোমধ্যে কাজ করছে মটোরোলা।

motorola to launch new entry level phone২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন আনছে মটোরোলা

ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে থাকবে স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল এস৫কেএইচপি১ সেন্সর। সাথে থাকবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড স্ন্যাপার এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আর সেলফি তোলার জন্য থাকতে পারে ৬০ মেগাপিক্সেলের অমনিভিশন ওভি৬০এ সেন্সর।

ফোনটিতে আরো থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১৪৪ হার্জের ওএলইডি ডিসপ্লে, যা এজ এক্স৩০ ফোনেও রয়েছে। থাকবে স্ন্যাপড্রাগন ৮ চিপসেট, তবে এটি ঠিক বর্তমানে কোয়ালকমের শীর্ষে থাকা স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট নয় বরং টিসিএমসির ৪ ন্যানোমিটার প্রসেসের চিপসেটের মতো।

ফ্রন্টিয়ারে থাকতে পারে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ কিংবা ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের যে কোনো একটি সংস্করণ। আর সর্বশেষ আরেকটি চমক থাকবে ফ্রন্টিয়ারে। এতে থাকবে ১২৫ ওয়াটের টাইপ-সি চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.