সেলফি- এই একটা শব্দ সোস্যাল মিডিয়াগুলোতে যতোবার ব্যবহৃত হয়, ততোবার হয়তো আমাদের খুব পরিচিতও শব্দও ব্যবহার হয় না। নিজ হাতে নিজে ছবি তোলা বোঝাতেই এই শব্দের উৎপত্তি। সম্প্রতি স্বীকৃতি ইংরেজি অভিধানগুলোও তাদের নতুন সংস্করণে শব্দটিকে ঢুকিয়ে দিয়েছে। বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা সামস্যাং কেনো বসে থাকবে। তারাও বুঝে সেলফির বিশেষত্ব। বুঝে বলেই সেলফি তোলার বিশেষ দক্ষতাসম্পন্ন ফোন আনছে সামস্যাং।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আইএএনএস জানিয়েছে, সামস্যাং সেলফি তোলার বিশেষ দক্ষতাসম্পন্ন ফোনটির নাম হতে পারে ‘গ্যালাক্সিং গ্র্যান্ড প্রাইম’।
উচ্চক্ষমতার পর্দা, ১.২ গিগাহার্টজ গতির কোয়াড-কোর প্রসেসর এবং এক গিগাবাইট ক্ষমতার র্যা মসহ এই ফোনটিতে থাকবে সেলফি তোলার ক্যামেরা। সাথে সাসম্যাংয়ের তৈরি করা বিশেষ সেলফি অ্যাপ্লিকেশনও থাকবে। যাতে ছবি তোলার সময় নানা রকম আবহ তৈরি করা যাবে।
ফোনটির সেলফি ক্যামেরায় থাকবে ফাইভ-মেগাপিক্সেল ক্ষমতা। এ ছাড়া মূল ক্যামেরা হবে আট মেগাপিক্সেলের।
অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন কিটকাটে চলবে ফোনটি। এখনো জানা যায়নি এটি কবে বাজারে আসবে। তবে বাজার বিশ্লেষকরা একট দাম নির্ধারণ করে দিয়েছেন। জানা গেছে, সেলফি তোলার বিশেষ ফোননটি কিনতে খরচ করতে হবে ২৩০ ডলার।