বর্তমানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে পাবজি গেম। এতোদিন এই গেমটি খেলার জন্য স্মার্টফোন দরকার হতো। কিন্ত এখন থেকে চাইলে ফিচার ফোনেও খেলা যাবে পাবজি। স্মার্টফোনের সকল সুবিধা নিয়ে এমনই এক ফিচার ফোন বাজারে নিয়ে এসেছে চীনের মোবাইল-ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শিন এফ২১ প্রো প্লাস।

xiaomi qin f21 pro plus 1শাওমির শিন এফ২১ প্রো প্লাস

ফোনটির ডিজাইন অন্যান্য ফিচার ফোনের মতোই। তবে ফোনটিকে ফিচার ফোন বললে ভুল বলা হবে। কারণ কিপ্যাড থাকা সত্ত্বেও এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টাচস্ক্রিন। ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির টিএফটি আইপিএ এলসিডি ডিসপ্লে, রোদের আলোতে বেশ ভালো দেখা যাবে।

শাওমির শিন এফ২১ প্রো প্লাস ফোনটিতে কুইক সেটিংস ও নোটিফিকেশন প্যানেল রয়েছে। এর মাধ্যমে স্ক্রিনের ব্রাইটনেস নিয়ন্ত্রণ করার পাশাপাশি ফোনের ভলিউম কমানো ও বাড়ানো যাবে।

ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক টাইগার টি৩১০। প্রসেসরটি বেশ পুরোনো ও এন্ট্রি লেভেলের ফোনে ব্যবহৃত হলেও এই ফোনে এটি বেশ ভালোভাবে কাজ করবে। ফোনের স্ক্রিন ছোট হওয়ায় অপেক্ষাকৃত কম গ্রাফিক্স আউটপুট প্রদান করতে হয়, যার ফলে ফোনে শক্তিশালী প্রসেসর থেকেও বেশ ভালো সাপোর্ট করবে প্রসেসরটি। এর মাধ্যমে ভালো ভাবেই খেলা যাবে পাবজি গেম।

xiaomi qin f21 pro plusশাওমির শিন এফ২১ প্রো প্লাস

অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম। তবে আলাদা মেমোরি যুক্ত করার সুযোগ থাকছে না। ফোনটির পেছনে থাকছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, যার মাধ্যমে ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের ভিডিও রেকর্ড করা যাবে। অনেকে স্মার্টফোনেও স্লো-মোশন ভিডিও করার ফিচার থাকে না, তবে শাওমির এই ফোনটিতে সে সুবিধা থাকছে। সেলফিপেমীদের জন্য থাকছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

অবাক করার বিষয় হচ্ছে, ফোনটিতে ৭.৫ ওয়াটের ফাস্ট চার্জিং ‍সুবিধা থাকছে, ফিচার ফোনে যা এই প্রথম। এর আগে কোনো ফিচার ফোনে ফাস্ট চার্জিং ‍সুবিধা ছিল না। পাশাপাশি থাকছে ইউএসবি-সি চার্জার পোর্ট। দীর্ঘসময় যাতে গেম খেলা যায় সে জন্য ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড অ্যাপ বা গেম ডাউনলোডও করা যাবে।

২জি, ৩জি এবং ৪জি চালিত ফোনটির দাম বাংলাদেশের বাজরে প্রায় ১৩ হাজার টাকা। বাটন ফোন হিসেবে দাম বেশি মনে হলেও অনেক স্মার্টফোনের তুলনায় ফোনটি এগিয়ে থাকবে।

শাওমি শিন এফ২১ প্রো প্লাস এর স্পেসিফিকেশন:

প্রসেসর: ইউনিসক টাইগার টি৩১০
ডিসপ্লে: ২.৮ইঞ্চি
র‌্যাম: ৪জিবি
রম: ৬৪জিবি

কানেকশন: ২জি, ৩জি, ৪জি
ব্যাক ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ব্যাটারি: ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.