ইউক্রেনে হামলার দরুন মস্কোর ওপর অজস্র নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে এখন সাপে-নেওলে সম্পর্ক। কিন্তু এরইমধ্যে দুদেশের সহযোগিতামূলক কার্যক্রমের একটি নজির স্থাপিত হয়েছে। তা হলো, মহাকাশে দুদেশের কর্মীরা একত্রে পরস্পরের সহযোগিতা নিয়ে কাজ করছেন। দুদেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসাথে তাদের ফ্লাইট নবায়ন করবে। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিনকে বরখাস্ত করার পরই খবরটি সামনে এলো। খবর টিআরটি ওয়ার্ল্ড।

biden putin nasa and roscosmosমহাকাশে যুক্তরাষ্ট্র-রাশিয়া বিরল দোস্তি

মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, রুশ মহাকাশচারীদের মার্কিন তৈরি মহাকাশযানে উড়তে দেওয়া হবে। আমেরিকান নভোচারীরাও রাশিয়ার সোয়ুজে চড়তে সক্ষম হবে। শুক্রবার মহাকাশ সংস্থা দুটি এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অব্যাহত নিরাপদ ক্রিয়াকলাপ নিশ্চিত করতে চুক্তিটি করা হয়েছে। মহাকাশচারীদের জীবন রক্ষা এবং মহাকাশে যুক্তরাষ্ট্র-রাশিয়ার অবিচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করাই এই চুক্তির লক্ষ্য। দুদেশ সমন্বিতভাবে একে অপরের মহাকাশযান ব্যবহার করবে।

nasa russian space agency renew space flights in rare cooperationমার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং রাশিয়ান মহাকাশ সংস্থা রসকসমস একটি চুক্তি স্বাক্ষর করেছে

নাসা জানিয়েছে, মার্কিন মহাকাশচারী ফ্রাঙ্ক রুবিও কাজাখস্তান থেকে আগামী ২১ সেপ্টেম্বর উৎক্ষেপণের জন্য নির্ধারিত একটি সয়ুজ রকেটে দুই রাশিয়ান মহাকাশচারীর সাথে উড়বেন। তারপর ২০২৩ সালে রুশ মহাকাশচারী লোরাল ও'হারা একইভাবে মার্কিন মহাকাশচারীদের সাথে দ্বিতীয় মিশনে অংশ নেবেন।

প্রথমবারের মতো রাশিয়ান মহাকাশচারীরা স্পেসএক্সের নতুন ক্রু-৫ এ নাসার মহাকাশচারীদের সাথে যোগ দেবেন, যেটি আগামী সেপ্টেম্বরে ফ্লোরিডা থেকে উড্ডয়ন করবে। এছাড়া স্পেসএক্স ক্রু-৬ এর আরেকটি যৌথ মিশন ২০২৩ সালের শুরুর দিকে উড়ে যাবে বলে নাসা জানিয়েছে।

রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, নাসার সাথে চুক্তিটি উভয় দেশের স্বার্থে এবং মহাকাশে সহযোগিতার উন্নয়ন ঘটাবে। ২০০১ সালে রাশিয়ান মহাকাশযান সয়ুজকে মহাকাশ স্টেশনে নিয়ে যাওয়া শেষ মহাকাশচারী ছিলেন নাসার মার্ক ভান্দে হেই। এই বছরের মার্চে রাশিয়ান মহাকাশচারীদের সাথে একটি সয়ুজে পৃথিবীতে ফিরেও এসেছিলেন তিনি।

এ বিষয়ে ভান্দে হেই সাংবাদিকদের বলেছিলেন, দুই জাতির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজমান থাকলেও মহাকাশে রুশ মহাকাশচারীরা তার খুব প্রিয় বন্ধু ছিলেন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.