বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানোর মধ্য দিয়ে মহাকাশ যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। এ জয়যাত্রায় এবার আরেক অধ্যায়ের সূচনা করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ২০২২ সালে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি নভোচারী মহাকাশে ঘুরে বেড়াবে।

innovative in space

বিষয়টি জানিয়ে শুক্রবার রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। পরদিন শনিবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেয়া হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মশহুরুল আমিন জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চতুর্থবারের মতো ‘স্পেসফেস্ট ২০২০’ আয়োজন করা হয়েছে। এতে যুক্ত হয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এই কার্যক্রমের আওতায় দক্ষিণ কোরিয়ার মহাকাশ কর্মসূচির অনুসরণে যাচাই-বাচাই শেষে ২০২২ সাল নাগাদ একজন নভোচারীকে মহাকাশে পাঠানো হবে।

মহাকাশে বাংলাদেশের ইতিহাস সৃষ্টির সাক্ষী হতে পারবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের একজন শিক্ষার্থী। এজন্য মহাকাশে যেতে আগ্রহী ২২-৩৫ বছরের শিক্ষার্থীরা ২০২০ সালেল আগামী ১ জানুয়ারি থেকে www.astronomybangla.com ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে নানা শারীরিক ও মানসিক পরীক্ষা শেষে ৫০ জনকে বাছাই করা হবে। তাদের মধ্য থেকে বিভিন্ন দেশের নভোচারীদের মাধ্যমে ১০ জনকে নির্বাচিত করা হবে। এই ১০ জনের মধ্য থেকে একজনকে ১৫ মাসের ট্রেনিংয়ে পাঠানো হবে রাশিয়ায়। পরে তাকে ১০ দিনের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশন পরিদর্শনে পাঠানো হবে।

innovative in space bangladesh

এছাড়া ‘স্পেসফেস্ট ২০২০’ উপলক্ষে ১০ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এর মধ্যে ১ জানুয়ারি সানফেস্ট, ৬-১৬ জানুয়ারি অ্যাস্ট্রো অলিম্পিয়াড, ১৭-২২ মার্চ আন্তর্জাতিক স্পেস ক্যাম্প। এর বাইরে অ্যাস্ট্রোনিস্টদের সঙ্গে সাক্ষাৎ, অ্যাস্ট্রোনিস্ট কর্মশালা, ডকুমেন্টারি শো, অ্যাস্ট্রোনমি এক্সিভিশন, রকেট বানানো প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আন্তর্জাতিক সেমিনারও রয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ, কবি আলফ্রেড খোকন, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গেলো বছরের ১২ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপন সম্পন্ন হয়। এর প্রায় এক বছর পর চলতি বছরের ১৯ মে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.