পরিস্থিতি যা বলছে তাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধটা দেশ, মহাদেশের সীমানা ছাড়িয়ে মহাকাশেও ছড়িয়ে যেতে পারে। আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলো পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল রিকনাইস্যান্স অফিসের (এনআরও) কর্মকর্তা ক্রিস্টোফার স্কোলেস এমনই আশঙ্কা করছেন। তার সঙ্গে সুর মিলিয়েছেন অফিসের উচ্চপর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও।

star wars fightযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মহাকাশেও, ফাইল ছবি

তাদের ধারণা, রাশিয়া যুদ্ধটিকে অনেক দুর গড়িয়ে নিয়ে যাবে। ইতোমধ্যেই জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ব্যবস্থা অচল করতে তৎপরতা চালাচ্ছে তারা। নাসাসহ আমেরিকার সব সরকারি ও বেসরকারি সংস্থার পাঠানো উপগ্রহগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

তাদের আশঙ্কা, রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে পৃথিবীর কক্ষপথে থাকা আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের উপগ্রহ। তখন কক্ষপথে অচল হয়ে যাওয়া উপগ্রহগুলোকে ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র ছুঁড়তে হবে, তাতে মহাকাশে আবর্জনা বা স্পেস জাঙ্কের পরিমাণ একলাফে বহু গুণ বেড়ে যাবে। এটা বিপদে ফেলে দিতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকেও। এই স্টেশন এখন দিনে ১৫ থেকে ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করছে।

bangabandhu satellite 1 innerমহাকাশে স্যাটেলাইট, ফাইল ছবি

ইউক্রেনে রুশ সেনাদের হামলার সংবাদ, তথ্যচিত্র, ভিডিওচিত্র বিভিন্ন দেশের গোয়েন্দা উপগ্রহগুলো আগেভাগেই জেনে যাচ্ছে। ইতোমধ্যে এমন ছবি প্রকাশও হয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে। এজন্য রাশিয়া মনে করছে, ওইসব উপগ্রহগুলো আগে ধ্বংস করা দরকার।

রাশিয়া যদি এটা সম্ভব করতে পারে তবে শুধু উপগ্রহগুলোই ধ্বংস হবে না বরং মহাকাশে আবর্জনার পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে যাবে। এতে চলমান মহাকাশযানগুলো তাদের যাত্রাপথে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে। এতে মহাকাশ গবেষণার যে ক্ষতি হবে তা পুষিয়ে নেয়া কঠিন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.