রাশিয়ার সঙ্গে যৌথভাবে মঙ্গলগ্রহে অভিযান পরিচালনা করার পরিকল্পনা ছিল ইউরোপীয় স্পেস এজেন্সির। কিন্তু আপাতত সেই যৌথ অভিযান স্থগিত করেছে ইউরোপ। কারণ ইউরোপীয় স্পেস এজেন্সি বা ইএসএ সিদ্ধান্ত নিয়েছে, রাশিয়ার রসকমস স্পেস এজেন্সির সঙ্গে একত্রে মঙ্গলগ্রহে অভিযান পরিচালনা করবে না তারা। খবর দ্য গার্ডিয়ান।
মঙ্গলগ্রহে অভিযান, ফাইল ছবি
মূলত ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কারণেই এই স্পেস মিশন বাতিল করা হয়েছে। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার ওপর অনেক দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার ফলে তৈরি হয়েছে অনেক বিধিনিষেধ। সঙ্গত কারণেই যৌথভাবে মঙ্গলে অভিযান বন্ধ হয়ে গেছে। গত ১৭ মার্চ এ সংক্রান্ত বৈঠকের পর সিদ্ধান্তটি জানানো হয়।
এই অভিযানের মূল লক্ষ্য ছিল লালগ্রহের বুকে একটি ল্যান্ডার অবতরণ করানো। তারপর মঙ্গলগ্রহের পৃষ্ঠদেশে প্রাণের অস্তিত্ব খুঁজে দেখা। ২০২০ সালে এই অভিযানের জন্য মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল, কিন্তু করোনা এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি পিছিয়ে যায়। এবার উদ্যোগ নেয়া হলেও আটকে গেছে ইউক্রেন যুদ্ধের কারণে।