দ্রুতগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে স্যাটেলাইট ইন্টারনেটের ভূমিকা অপরিসীম। এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের স্টারলিংক। সম্প্রতি স্টারলিংক তাদের সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সবশেষ পাওয়া তথ্য বলছে, ৩২টি দেশ স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আসছে।
স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট, ফাইল ছবি
ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে সুখবর থাকলেও এশিয়া মহাদেশের জন্য নেই। তার মানে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে টুইটারে একটি ম্যাপ শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশিরভাগ দেশ এই সেবার আওতায় আসতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ইন্টারনেট ব্যবহারকারীরা এখনই এই সেবা পাবেন।
ম্যাপে আফ্রিকা মহাদেশসহ বিশ্বের বাকি দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে কামিং সুন চিহ্ন দিয়ে। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ২০২৩ সাল নাগাদ এসব দেশে স্টারলিংকের ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।