advertisement
আপনি দেখছেন

অবশেষে হোয়াটসঅ্যাপে এলো ডার্ক মোড। গত বছর থেকে এই ফিচার নিয়ে একের পর এক গুজব সামনে আসছিল। সেই কারণে আরও আগ্রহ বাড়তে শুরু করেছিল ক্রেতাদের মধ্যে।

whatsapp dark mode

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলো বলছে, আপাতত বিটা আপডেটে এই সুবিধা যোগ হয়েছে। নতুন ইন্টারফেসে যোগ হয়েছে গাঢ় ব্যাকগ্রাউন্ড৷ হোম স্ক্রিন এবং সেটিংসে দেখা গেছে গাঢ় ব্যাকগ্রাউন্ড৷

খবরে বলা হয়েছে, বেটা টেস্টাররা গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করে এই সুবিধা নিতে পারবেন৷ জনপ্রিয় ভি২.২০.১৩ এর সঙ্গে এই মোড এসেছে ব্যবহারকারীদের কাছে৷

খবরে বলা হয়েছে, বিটা ভার্সন ডাউনলোড করতে হবে৷ তার পর ডানদিকের তিনটি ডটে ট্যাপ করতে হবে৷ তার পর পছন্দমতো থিম সিলেক্ট করতে হবে৷ এর পর দেখা যাবে ডার্ক মোড৷

অনেকেই মনে করছেন এই মোডের ফলে ব্যবহারকারীদের ওপর চাপের পরিমাণ অনেকটা কমবে।

sheikh mujib 2020