গুগল ফটোজে হাই-কোয়ালিটি ফটো বা ভিডিও রাখার ক্ষেত্রে আজীবনের জন্য আনলিমিটেড স্টোরেজ সুবিধা দিয়েছিলো গুগল। কিন্তু ২০২১ সালের জুন মাসের এক তারিখ থেকে আর এই সুবিধা পাওয়া যাবে না, সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে গুগল ইনকর্পোরেশন।

google to shut off unlimited storage on google photos

২০১৫ সালে গুগল ফটোজ অ্যাপটি যাত্রা শুরু করে। তখন গুগল আনলিমিটেড আপলোডের প্রতিশ্রুতি দিয়েছিলো।

কিন্তু এখন গুগল বলছে, প্রতিটি গুগল অ্যাকাউন্টের সাথে যে ১৫ জিবি পর্যন্ত স্টোরেজ ফ্রি দেওয়া হয়, ফটো বা ভিডিও তাতেই থাকবে। অর্থাৎ আগামী বছরের জুন মাস থেকে হাই-কোয়ালিটি বা অরিজিটিল কোয়ালিটি; যে কোনো কোয়ালিটির ফটো বা ভিডিও আপলোড করলে ১৫ জিবি জায়গা থেকেই স্টোরেজ কমতে থাকবে। 

সে হিসেবে গুগল স্টোরেজ এখন তিনভাবে কমতে থাকবে— ইমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজ। যদি কারো ১৫ জিবির বেশি জায়গা প্রয়োজন হয়, তাহলে তাকে মাসিক বা বার্ষিকভিত্তিতে গুগলের স্টোরেজ কিনতে হবে।

স্বস্তির ব্যাপার হলো, ২০২১ সালের জুন মাসের আগে যে সব ছবি বা ভিডিও হাই-কোয়ালিটিতে আপলোড করা হয়েছে বা হবে, তার জন্য আলাদা স্টোরেজ কমবে না। তবে ২০২১ সালে জুন মাসের এক তারিখ থেকে আপলোড করা প্রতিটি ছবি বা ভিডিওর জন্য ১৫ জিবি থেকে স্টোরেজ কমতে থাকবে।

সুতরাং যে সব ব্যবহারকারি এরই মধ্যে প্রচুর ছবি বা ভিডিও হাই-কোয়ালিটিতে আপলোড করে ফেলেছেন, তাদের কোনো ছবি বা ভিডিও এই পরিবর্তনের অন্তর্ভুক্ত হবে না।

ব্যবহারকারিরা বলছেন, গুগল ইচ্ছে করেই ব্যবহারকারিদের গুগল ফটোজে অভ্যস্ত করেছে, এবং এর জন্য এখন নতুন করে ফি নির্ধারণ করতে যাচ্ছে।

ছবি শেয়ার করার সেবা ফ্লিকারের প্রধান নির্বাহী ডন ম্যাকআসকিল বলেন, “পাঁচ বছর আগেই আমরা এটি বুঝতে পেরেছিলাম। ট্রিলিয়ন ট্রিলিয়ন ছবি ও ভিডিও জমা রাখার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে গুগল মার্কেট শেয়ার বৃদ্ধি করেছে, এবং শেষ পর্যন্ত এখন টাকা চাচ্ছে। এটা একেবারেই মনোপোলি ব্যবসায়িক আচরণ।”

২০১৫ সালে গুগল বলেছিলো, হাই-কোয়ালিটি ছবি ও ভিডিও সংরক্ষণ করা সারা জীবনের জন্য ফ্রি থাকবে। গুগলের ফটোজের মাধ্যমে যতো খুশি ছবি ও ভিডিও আপলোড করা যাবে বলেও আশ্বস্ত করেছিলো তারা। কিন্তু এখন, যখন ফটো ও ভিডিও সংরক্ষণের জন্য গুগল ছাড়া মানুষ অন্য কিছু ভাবে না, তখনই তারা বাড়তি ফি নেওয়ার সিদ্ধান্ত নিলো।

গুগল তাদের ব্যাখ্যায় বলেছে, এখন পর্যন্ত তারা চার ট্রিলিয়ন ছবি ও ভিডিও সংরক্ষণ করছে। প্রতি সপ্তাহে অন্তত ২৮ বিলিয়ন নতুন ছবি ও ভিডিও গুগল ফটোজে আপলোড করা হচ্ছে। এই অস্থির বৃদ্ধির সঙ্গে তাল মেলানোর জন্যই ফি যুক্ত করা হচ্ছে বলে দাবি করেছে গুগল। এর আগে জানানো হয়েছিলো, গুগলে প্রতি বছর ৪.৩ মিলিয়ন গিগবাইট স্টোরেজ যোগ করা হয়।

গুগল জানিয়েছে, স্টোরেজ সংক্রান্ত এই পরিবর্তন গুগল পিক্সেল ফোন থেকে আপলোড করা ছবি বা ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ কোনো ব্যাবহারকারি যদি গুগল পিক্সেল ফোন থেকে হাই-কোয়ালিটি ছবি বা ভিডিও গুগল ফটোজে আপলোড করেন, তাহলে সারা জীবনই ফ্রি স্টোরেজ পাবেন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.