ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের নতুন ডেটা শেয়ারিং নীতি স্থগিত করেছে তুরস্ক। আজ সোমবার তদন্ত শুরু করার পর এ সিদ্ধান্ত নেয় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ অনেক ব্যবহারকারীকে ফেসবুকের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করে নেয়ার জন্য নতুন গোপনীয়তা বিধিতে সম্মত হতে বাধ্য করেছিল। শর্তাদি গৃহীত না হলে অ্যাপটি ব্যবহার করা যাবে না।
বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, তদন্ত কার্যক্রম শেষ না হওয়া অবধি অপরিবর্তনীয় ক্ষতির সম্ভাবনার কারণে ব্যবহারকারীরা বিধিগুলো গ্রহণ করলেও কর্তৃপক্ষ তথ্য শেয়ার স্থগিত করে রাখবে।
এ প্রসঙ্গে ফেসবুককেও ডেটা শেয়ারিং স্থগিত করতে হবে এবং সমস্ত ব্যবহারকারীর কাছে তার পদক্ষেপ ঘোষণা করতে হবে, বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।