ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারের নতুন সিইও নির্বাচিত হয়েছেন। গত সোমবার নতুন দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টা পরই তার একটি পুরনো টুইট ভাইরাল হয়ে যায়। ১১ বছর আগে করা ‘মুসলিম ও উগ্রবাদী’ সংক্রান্ত একটি টুইটের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যাপক সমালোচনা করা হয়।

twitters new ceoটুইটারের নতুন সিইও পরাগ আগারওয়াল

টুইটটি তিনি করেছিলেন ২০১০ সালের ২৬ অক্টোবর। তখনও তিনি টুইটারের ভেতরের মানুষ হননি। অর্থাৎ সে সময় তিনি কাজ করছিলেন আরেক টেক-জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটে। সে টুইটে তিনি বলেছিলেন, 'ওরা যদি মুসলিম ও উগ্রপন্থীদের আলাদা না করে, তাহলে আমি কেন শ্বেতাঙ্গ ও বর্ণবাদদের পৃথক চোখে দেখব।’

নতুন দায়িত্ব পাওয়ার পর শুরু হওয়া নয়া বিতর্কে জড়িয়েছেন মার্কিন পার্লামেন্টারিয়ানরাও। রিপাবলিকান সদস্য কেন বাক প্রশ্ন করেন, এরকম মতামত পোষণ করা টুইটারের সিইওকে কীভাবে মানুষ বিশ্বাস করবে? একই ভাবে মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, ‘এই হলেন টুইটারের নয়া সিইও পরাগ আগরওয়াল, যিনি ঠিক করবেন, টুইটারে কী ধরনের মতের অনুমতি দেয়া হবে।’

parag agarwalপরাগ আগারওয়ালের সমালোচিত সেই টুইট

অবশ্য ওই সমালোচিত টুইটের কিছুক্ষণ পরেই পরাগ জানিয়েছিলেন, ‘দ্য ডেলি শো’-এর কমেডিয়ান আসিফ মাণ্ডবকে উদ্ধৃত করে তিনি টুইটটি করেছিলেন। তিনি বলেন, আমি সেইসব লোকেদের দেখে বিস্মিত হই, যারা মন্তব্য করার জন্য অন্যদের নিয়ে বিভিন্ন মত দিয়ে থাকে।

উল্লেখ্য, গত সোমবার টুইটারের চিফ একজিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে পরাগ আগরওয়ালের নাম ঘোষণা করা হয়। জ্যাক ডর্সি পদত্যাগ করার পরই পরাগকে এ পদের জন্য নির্বাচিত করা হয়।

এর আগে পরাগ টুইটারের চিফ টেকনিকাল অফিসার (সিটিও) পদে কর্মরত ছিলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে ডক্টরেট করা পরাগ মাইক্রোসফট, ইয়াহু, এটি অ্যান্ড টি ল্যাব ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করেন।

২০১১ সালের অক্টোবরে যোগ দেন টুইটারে। ২০১৭ সালের অক্টোবরে টুইটারে চিফ টেকনিকাল অফিসারের (সিটিও) গুরুদায়িত্ব পেয়েছিলেন। ডার্সির পদত্যাগের পর সর্বসম্মতভাবে তাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সিইও হিসেবে বেছে নেওয়া হয়।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.