ফাইভজি প্রযুক্তিতে বন্ধ হয়ে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা। এমনটাই আশঙ্কা দেশটির শীর্ষ এয়ারলাইন্সগুলোর প্রধান নির্বাহীদের। এ নিয়ে তারা ইতোমধ্যেই তাদের বিমান চলাচল কর্তৃপক্ষকে সতর্কবার্তাও দিয়েছেন।

five g and airlines servicesবিমান বন্দরের কাছে ফাইভজির টাওয়ার, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বন্ধের আশঙ্কা

ফাইভজি ইন্টারনেট কার্যক্রম নিয়ে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির শীর্ষ এয়ারলাইন্সগুলির এমন আশঙ্কায় কার্যত তুলকালাম শুরু হয়ে গেছে সেখানে। মার্কিন এয়ারলাইন্সের প্রধান কার্যনির্বাহীরা রীতিমতো চিঠি দিয়ে জানিয়েছেন এই কথা। তারা বলছেন, ফাইভজি ইন্টারনেট কার্যক্রম চালু হলে এর অনেক কারিগরি ত্রুটি থাকবে। তার ফলে বহু সংখ্যক যাত্রী এবং কার্গোবাহী বিমান বাতিল করতে হবে।

কেন এই আশঙ্কা করছেন তারা?

তারা আশঙ্কা করছেন যে, ওয়াইডবডি এয়ারক্রাফট আকাশে উড়তে ব্যাহত হতে পারে। তাদের দাবি, বিমানবন্দরের রানওয়ের কাছে সি ব্যান্ড ফাইভজি সিগনাল থাকলে বিঘ্নিত হতে পারে বিমানের নেভিগেশন সিস্টেম। খারাপ আবহাওয়া হলে তুষারঝড়ের সময় এই সমস্যা আরও বাড়বে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিসট্রেশনও এর বিরুদ্ধে সোচ্চার। তারা জানিয়েছে, রানওয়ের কাছে ফাইভজি সিগনাল থাকলে অলটিমিটার যন্ত্র, যা বিমানের উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয় তা ভুল রিডিং দিতে পারে।

five g and airlines services innerবিমান বন্দরের কাছে ফাইভজির টাওয়ার, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল বন্ধের আশঙ্কা

চিঠি গেছে হোয়াইট হাউসেও

ইতোমধ্যেই বিমান সংস্থাগুলির ফাইভজি নিয়ে এই অভিযোগের চিঠি পৌঁছেছে হোয়াইট হাউসেও। চিঠিতে সতর্কতা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, বিমান পরিচালনা বিঘ্নিত হলে গুরুতর প্রভাব পড়বে সাপ্লাই চেন সিস্টেমসহ সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে। বিঘ্নিত হতে পারে করোনা ভ্যাকসিন সরবরাহের কাজও।

কী বলছে ফাইভজি সংস্থাগুলি?

বিমান সংস্থার এসব যুক্তি মানতে নারাজ ফাইভজি সংস্থা। আপত্তির জন্য এর কাজ তারা সপ্তাহ দুই বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ফাইভজি কার্যক্রম চালু হচ্ছে। ফাইভজি কার্যক্রম চালু করছে মোবাইল পরিষেবা দেওয়া সংস্থা এটিঅ্যান্ডটি এবং ভেরিজন। তারা আসলে বিমান সংস্থার এই উদ্বেগকে পাত্তা দিতে নারাজ। এই ধারণাকে তারা অযাচিত মনে করছেন। তারা বলছেন, সি ব্যান্ড ফাইভ জি বিশ্বের আরও ৪০টি দেশে সফলভাবে কাজ করছে। সে দেশগুলোতে এ ধরনের কোনো সমস্যা হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্রেও এমন কোনো সমস্যা হবে না।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.