দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন‌্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বৃহস্পতিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিষয়ে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।

mostafa zobbar ministerডিসি সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জোব্বার

মন্ত্রী বলেন, জনসচেতনা তৈরি এবং অপপ্রচার ও সন্ত্রাসের মাধ‌্যমে নিরাপত্তা বিনষ্টকারীদের সামাজিক যোগাযোগ মাধ‌্যমের আইডি শনাক্ত করে তাদের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে অবহিত করলে আমরা ব‌্যবস্থা নিতে পারবো। এই ব‌্যাপারে জেলা প্রশাসকদের সহায়তা দরকার বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

dc summit dhaka 2022ডিসি সম্মেলন

জেলা প্রশাসকরা তৃণমূলের সাথে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করেন উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণসহ ডিজিটাল সংযুক্তি আমরা পৌঁছে দিয়েছি। ডিজিটাল সংযোগের এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নয়ন সরকারের লক্ষ‌্য।

তিনি ডাকঘর ডিজিটালাইজেশনে গৃহীত উদ‌্যোগ তুলে ধরে বলেন, দেশের তৃণমূল অঞ্চলে ২৪০টি ডাকঘরের নির্মাণ কাজ চলছে। নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত করতে ডিসিদের তদারকির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকও বক্তৃতা করেন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.