সবার হাতে ইন্টারনেট সেবা পৌছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন। সে ধারাবাহিকতায় এবার সাশ্রয়ীমূল্যের ইন্টারনেট প্যাকেজ নিয়ে এসেছে এ প্রতিষ্ঠান। নতুন এ প্যাকেজে গ্রামীণফোনের গ্রাহকরা মাত্র ৫০ পয়সায় এক ঘন্টা আনলিমিডেট ইন্টানেট ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন।

Grameenphone internet

প্যাকেজটি সম্পর্কে গ্রামীণফোন জানিয়েছে,‘ইন্টারনেট গ্রাহকদের খরচের কথা মাথায় রেখেই ‘অপেরা ইন্টারনেট পাস’ নামের নতুন এই অফার নিয়ে এসেছে গ্রামীণফোন। যা গ্রাহকদের ইন্টারনেট চালাতে খরচের বিষয়ে আর তেমন একটা ভাবানার প্রয়োজন হবে না।’

স্বল্পমূল্যের এ ইন্টারনেট সেবা গ্রহণ করতে চাইলে গ্রাহকদের মোবাইলে ইন্টারনেট ব্রাউজার অপেরামিনি থাকা আবশ্যক। তারপর ব্রাউজার অপেরামিনিতে গিয়ে ইন্টারনেট টিকিট লেখা যে অপশন পাওয়া যাবে সেখানে প্রবেশ করে একটি পাস নির্বাচন করে সেটি চালু করে নিলেই ৫০পয়সায় এক ঘন্টার জন্য সিমাহীন ইন্টারনেট ব্যবহার করা যাবে।  

তবে মোবাইল অপারেটরদের অফারের সাথে যুক্ত থাকা লুকায়িত শর্তপ্রযোজ্যের মত এটির ক্ষেত্রেও থাকছে কিছু শর্ত। আর এগুলো হচ্ছে, প্যাকেজটি শুধু অপেরামিনি ব্রাউজারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ভিন্ন কোন ব্রাউজার ব্যাবহারে স্বয়ংক্রিয়ভাবে ডাটা ব্যালেন্স কাটতে থাকবে। এ প্যাকেজের আওতায় কোন প্রকার ভিডিও স্ট্রিমিং এবং ডাউনলোড অন্তর্ভূক্ত হবে না এবং প্যাকেজটি অ্যাকটিভেট করতে গ্রামীণফোনের সিম অপরিহার্য। প্যাকেজটির বেধে দেয়া সময়ের পরে ইন্টানেটে সচল থাকলে মূল ব্যালেন্স থেকে ডাটা খরচ হতে থাকবে। 

উল্লেখ্য, গ্রামীণফোন তার গ্রাহকদের উদ্দেশ্য জানিয়েছে ,পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই প্যাকেজ দিনে যতবার ইচ্ছে ব্যবহার করতে পারবে।

Grameenphone Package Details

 

আপনি আরো পড়তে পারেন

সকল বাংলা সংবাদপত্র

প্রতিদিন বিক্রি হবে পাঁচকোটিরও বেশি এসএমএস

কমছে মোবাইলে কথা বলার খরচ

রাত্রিকালীন প্যাকেজে নিষেধাজ্ঞা জারি

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.