দেশব্যাপী ইন্টারনেটের গতি হঠাৎ করে কমে গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফেসবুকসহ বিভিন্ন প্রয়োজনীয় ওয়েবসাইটে ঢুকতে সমস্যা দেখা গেছে। বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাওয়া গেছে, যে কোন সাইড লোডিং হতে বেশি সময় লাগছে।
ইন্টারনেটের ধীরগতির বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, দুটি আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ফাইবার ডাউন হওয়ায় ইন্টারনেটের গতি কিছুটা স্লো। ক্যাবল মেরামত শেষ হলেই পূর্ণ গতি পাওয়া যাবে। ইতোমধ্যে একটি আইটিসি লাইন সচল হয়েছে। অন্যটি সচল হতে আরো কমপক্ষে তিন ঘণ্টা লাগবে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আইটিসি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনের ক্যাবল কাটা পড়েছে। ফলে বেনাপোল থেকে ঢাকার ট্রান্সমিশন লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ব্যান্ডউইথ পরিবহনে ব্যাঘাত ঘটার ফলে গতি কম পাওয়া যাচ্ছে।’
আইএসপিএবি’র সাধারণ সম্পাদক বলেন, 'এই সমস্যার মধ্যেও যাদের ব্যান্ডউইথের ব্যাকআপ আছে তারা সমস্যা ছাড়াই পূর্ণ গতি পাচ্ছেন। অন্যদিকে যারা দুই আইটিসির ওপর পুরোপুরি নির্ভরশীল এবং ব্যাকআপ নেই তারাই প্রধানত সমস্যায় ভুগছেন।'