রবি আজিয়াটা লিমিটেডকে ৪জি / এলটিই সেলুলার মোবাইল লাইসেন্স ফি এবং টেক-নিরপেক্ষতার জন্য ভ্যাট হিসাবে ১৮.৯৩ কোটি টাকা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
আগামী ২৫ এপ্রিলের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
বিটিআরসি সূত্রে জানা যায়, রবি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিটিআরসির চেয়ারম্যান ড শাহজাহান মাহমুদ ইউএনবিকে বলেন, গত ৮ এবং ৯ এপ্রিল বিটিআরসির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে গত ১৮ এপ্রিল কমিশনের সিদ্ধান্তের বিষয়টি রবিকে জানিয়ে একটি চিঠি দেয়া হয়েছে।