বাংলাদেশের মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমারের চেয়ে অনেক পিছিয়ে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশন (জিএসএমএ)। রোববার প্রকাশিত ‘বাংলাদেশ: কান্ট্রি ওভারভিউ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

internet high speed

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় গতি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় সবচেয়ে কম। বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি মাত্র ৫ এমবিপিএস। আর প্রতিবেশী প্রায় সব দেশেই মোবাইল ইন্টারনেটের গড় গতি ১০ এমবিপিএস বা তার চেয়েও বেশি।

এ প্রসঙ্গে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে দেরিতে চতুর্থ প্রজন্মের (ফোর-জি) ইন্টারনেট সেবা চালু হয়েছে। আর এ প্রতিবেদনের তথ্য-উপাত্তের জন্য ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কে বিবেচনায় নেওয়া হয়েছে। সুতরাং প্রতিবেদনের ফলাফল এমন হওয়াই স্বাভাবিক।

আগামী বছরে এ চিত্র পাল্টে যাবে উল্লেখ করে তিনি বলেন, ফোর-জি সেবা চালুর ফলে আগামী বছর বাংলাদেশে ইন্টারনেটের গড় গতির উন্নতি হবে। প্রতিবেদনে থ্রি-জি ইন্টারনেটের গতির সঙ্গে অন্য দেশের ফোর-জি ইন্টারনেটের গতির তুলনা হওয়ায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জিএসএমএর হিসাবে বাংলাদেশে এখন সাড়ে ৩ কোটি মানুষ প্রকৃতভাবেই ইন্টারনেট ব্যবহার করেন। অর্থাৎ বাংলাদেশে প্রতি ৫ জনে একজন ইন্টারনেট ব্যবহার করেন। তবে সরকারি হিসাবে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৮ লাখ।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.