রবি-এয়ারটেল একীভূত হচ্ছে এই খবর বাজারে পুরনো হলেও এবার এটি বাস্তবে রূপ পেতে যাচ্ছে। বিষয়টির জন্য প্রাথমিক অনুমোদনও নেয়া হয়েছে বিটিআরসি থেকে। অনুমোদনটি প্রাথমিক হলেও এখন থেকে প্রতিষ্ঠান দুটির এক সাথে হওয়াতে আর কোন বাধা থাকবে না বলে জানানো হয়েছে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে। তবে অনুমোদন পত্রের সাথে জুড়ে দেওয়া হয়েছে ছয়টি শর্ত। যা মেনেই একীভূত হতে পারবে এ দুই প্রতিষ্ঠান।

robi airtel

এয়ারটেল এবং রবির পক্ষ থেকে জানা যায়, বিটিআরসি অনুমোদন পত্রের সাথে গ্রাহক সেবা জনিত পাঁচটি শর্তের পাশাপাশি দুই প্রতিষ্ঠানে চাকুরিরত কর্মীদের স্বার্থ রক্ষা বিষয়ক একটি শর্ত জুড়ে দিয়েছে। এতে বলা হয়েছে, 'রবি বা এয়ারটেল কোন কর্মকর্তাকে চাকরিচ্যুত না করে একীভূত হতে পারবে।'

অনুমোদনের বিষয়ে বিটিআরসির সচিব সারওয়ার আলম সাংবাদিকদের জানান, শিগগির এটি সুপারিশসহ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অপারেটর দুটির একীভূত হওয়ার এ প্রক্রিয়াটি কোম্পানি আইন ১৯৯৪-এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী সম্পন্ন হবে। মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে কোম্পানি আইনের ২২৮ ধারা অনুযায়ী শেয়ারসংক্রান্ত বিষয়টি হাইকোর্টের নির্দেশনার মাধ্যমে সমাধান হলে চূড়ান্তভাবে একীভূত হয়ে যাবে রবি এবং এয়ারটেল।

এয়ারটেলের বর্তমানে দুই হাজারেরও বেশী স্থায়ী জনবল রয়েছে। শর্তানুযায়ী রবির সাথে একীভূত হলে এই দুই হাজার স্থায়ী জনবলকে কোন অহেতুক কারণ দেখিয়ে ছাঁটাই করা যাবে না। এ ছাড়াও অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, রবি ও এয়ারটেলের তালিকাভুক্ত পরিবেশকদের কোন প্রকার অনুমোদন বাতিল করা যাবে না। বিদ্যমান ডিলার ও গ্রাহকসেবা কেন্দ্র অপরিবর্তিত রাখতে হবে। গ্রাহকদের সকল প্রকার স্বার্থ সংরক্ষণ করতে হবে এবং আগের সেবার মানে তারতম্য করা যাবে না। বিটিআরসিসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অপারেটর দুটির বকেয়া পরিশোধের দায়দায়িত্ব প্রধান অংশীদার কোম্পানিকে নিতে হবে।

রবির প্রধান এক কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানিদ্বয়ের একীভূত হওয়ার পর বিদ্যমান রেডিও তরঙ্গ বা স্পেকট্রামও যোগ হয়ে যাবে। পাশাপাশি দুটি কোম্পানির শেয়ারের যাবতীয় বিষয়াদি নির্ধারনের ক্ষেত্রে কোম্পানি আইনের ২০৮ ধারা প্রযোজ্য হবে বলেও দুই প্রতিষ্ঠান থেকেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আপনি আরো পড়তে পারেন 

অনলাইনেই সারুন মোবাইল সিম রেজিট্রেশন

গ্রাহকদের সাথে গ্রামীনফোনের প্রতারণা!

তারানা হালিমকে মুস্তফা জব্বারের পরামর্শ

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.