অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীনফোনের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা মোট সাতশো কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালত বরাবর মামলা দায়ের করায় মহানগর হাকিম ইউসুফ হোসেন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

grameen phone office

রোববার আদালতে গ্রামীণফোনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পাঁচ কর্মচারী নালিশী মামলার আবেদন করলে আদালত শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার বিবাদীরা গ্রামীণফোন ওয়ার্কার্স প্রফিট ফান্ড এ্যান্ড ওয়েলফেয়ার ফান্ডের ১৩ শ’ কর্মচারীর প্রায় ৭০০ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছে। গ্রামীণফোন বরাবর বার বার পাওনা টাকার জন্য আবেদন করলে বাদীদের বিভিন্নভাবে অপমান ও অপদস্ত করে তাড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বিবরণে আরো জানানো হয়, এর আগে সরকারের নির্দেশনা মতে ২০১০ সালে লাভের ৫ শতাংশ শ্রমিক কর্মচারী মধ্যে বণ্টন করার ঘোষণা দেয় এবং ২০১৩ সালের ২৪ অক্টোবর গ্রামীণফোনের পরিচালক সভায় তা পাস করা হয়। কিন্তু আজও শ্রমিকদের সেই ৫ শতাংশ লাভ দেয়া হয়নি। ২০১৫ সালের মার্চ মাসে বিবাদীরা শ্রমিকদের বঞ্চিত করে লভ্যাংশের ৬৯১ কোটি ৩৮ লাখ ৬৬ হাজার ১৮৩ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করে নেন।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের করা এ মামলায় গ্রামীণফোন লিমেটেড, গ্রামীণফোন লিমিটেডের সিইও, গ্রামীণফোন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী শাহেদ আহম্মেদ, মাইনুল রহমান ভুইয়া, মাইনুল কাদের ও আহম্মেদ মনজুর দোলাকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোন লিমিটেডের পরিবহন শ্রমিক মেহেদী হাসান।

 

আপনি আরো পড়তে পারেন 

ঘরে বসেই সেরে নিন সিম নিবন্ধন

শিগিগরই চূড়ান্ত সিদ্ধান্ত: সর্বোচ্চ কয়টি সিম থাকবে একজনের?

`কল ড্রপ একটি আন্তর্জাতিক সমস্যা'

 

 

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.