ডাটা ব্যবহারে দেশের বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনকে ছাড়িয়ে গেছে রবি। সর্বশেষ প্রকাশিত জুলাই-সেপ্টম্বর প্রান্তিকে দেখা যাচ্ছে, গ্রামীণফোনের চেয়ে ডাটা ব্যবহারে কিছুটা এগিয়ে রবি।
বিটিআরসি সূত্র বলছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রবির প্রতিটি ইন্টারনেট সংযোগে থাকা গ্রাহক গড়ে মাসে ১১৮২ মেগাবাইট ডাটা ব্যবহার করেছে। আর গ্রামীণের প্রতিটি ইন্টারনেট গ্রাহক গড়ে ব্যবহার করেছে ১১৪৯ এমবি ডাটা।
এই প্রথম গ্রামীণফোনকে ডাটা ব্যবহারে ছাড়িয়ে যেতে পারল রবি। এর আগের প্রান্তিকগুলোতে এগিয়ে ছিল গ্রামীনফোন। তবে বিষয়টি নিয়ে বিচলিত নন গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর সাইয়েদ তালাত কামাল। তিনি বলেন, 'সর্বশেষ প্রান্তিক নয়, বছরের গড় হিসাবে গ্রামীণফোন এখন পর্যন্ত এগিয়ে আছে।'
সাইয়াদ তালাত বলেন, 'কিছুদিন ধরে সবগুলো অপারেটরের ডাটার ব্যবহার বেড়েছে। এ সময়ে কমেছে ভয়েস কলের পরিমাণ। এটি নতুন ধারার সূচনা।'