বকেয়া আদায় না করাসহ নানা অনিয়মের কারণে দেশের ২০৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সংযোগ বন্ধ করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল রাতে (৯ আগস্ট) এক বিবৃতির মাধ্যেম প্রতিষ্ঠানগুলোকে এ আদেশ জানিয়ে দেয়া হয়েছে।

 Bandwidth picture

বন্ধের নির্দেশ নেয়ার পরই ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) ও আইএসপিদের এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বিটিআরসি। চিঠিতে ২০৪ টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সেগুলোকে ২৫ আগস্ট রাত ১২টা থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবয়ানের আবেদন অনুমোদন করা হবে না এবং এদের বিরুদ্ধে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে বিটিআরসি। কারণ এদের সতর্কতা দেয়া সত্ত্বেও নানা অনিয়মের মধ্য দিয়ে চলে আসছে। নিয়মের তোয়াক্কা না করে চলায় অবশেষে বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে ,লাইসেন্স নেয়ার পর এই আইএসপিগুলো নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী কোনো তথ্য দেয়নি, এদের কাছে পাওনা আদায় হয়নি। এর বাইরেও গ্রাহকদের কম স্পিডের ইন্টারনেট দেয়ার অভিযোগ তো রয়েছেই।

ইতোমধ্যে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সেক্রেটারি এমদাদুল হক ওই ২০৪টি আইএসপি প্রতিষ্ঠানের বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনি আরো পড়তে পারেন 

বন্ধ হয়ে যাচ্ছে সিটিসেল

আপনার আইডি দিয়ে নিবন্ধিত সিম নম্বরগুলো যেভাবে জানবেন

এক মাসে মোবাইলফোন গ্রাহক বেড়েছে ৭ লাখ

অনিশ্চয়তায় এয়ারটেল-রবি একীভূত হওয়ার প্রকল্প

দেশব্যাপী সম্প্রসারিত হচ্ছে টেলিটক থ্রিজি

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.