বিশ্বের সিংহভাগ এলাকা এখন লকডাউন করে রাখা হয়েছে। মারণরোগ কোভিড-১৯ সৃষ্টি করা করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া মানুষের আর কোনো উপায় ছিলো না। কিন্তু মানুষের সাথে মানুষের যোগাযোগ তো আর নিঃশ্বেষ হয়ে যেতে পারে না। উল্টো প্রযুক্তির কল্যাণে ঘরে বসে থাকা মানুষ এখন এমন লোকজনের সাথেও যোগাযোগ করছে, গত কয়েক বছরে যা হয়নি। এই সময়ে বেশি ব্যবহৃত হচ্ছে ভিডিও কল প্রযুক্তি। কিন্তু একটু ভুলের কারণে প্রযুক্তির বিপত্তিও ঘটতে পারে। সুতরাং পাঁচটি বিষয় খেয়াল রাখুন, যা ভিডিও কলে আপনার উপস্থিতিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলবে।

remember five thing during a video call

কাজের জন্য হোক, বা প্রিয়জনের সাথে কিছুক্ষণ মন ভালো করার মতো সময় কাটানোর জন্য হোক; এই পাঁচটি নিয়ম খেয়াল রাখুন প্রতিবার। যাতে অফিসের কর্মীদের কাছে বা প্রিয়জনের কাছে, আপনার উপস্থিতি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

মুখে যাতে আলোর কমতি না থাকে

ভিডিও কলের সময় যদি আপনার মুখটা অন্ধকারে ঢাকা থাকে, তাহলে ব্যাপারটা অত্যন্ত বাজে হবে। কারণ আপনার সাথে কথা বলা ব্যক্তি আপনাকে সেভাবে দেখতেই পারবে না। সুতরাং ভিডিও কলে কথা বলার সময় আপনার মুখে যথেষ্ট আলো নিশ্চিত করুন।

এই ক্ষেত্রে সেরা সমাধান হতে পারে জানলা খুলে প্রাকৃতিক আলো মুখের উপর ফেলে তারপর ভিডিও কলে কথা বলা। এতে আপনার সহকর্মী বা প্রিয়জন আপনাতে খুব ভালো করে দেখতে পারবে। অবস্থানগত দূরত্ব পেরিয়ে যা আপনাকে দিতে পারে কাছে থাকার অনুভূতি।

নিরস বদনে ভিডিও কলে? নাহ!

ঘুম থেকে উঠার পর সাধারণত মুখের ত্বক কিছুটা নিষ্প্রাণ থাকে। আবার উল্টোও হয়; তেলতেলে হয়ে থাকে। সুতরাং ভিডিও কল করার আগে মুখের ত্বক প্রাণবন্ত রাখুন। আপনাকে যাতে রোগা বা অসুস্থ মনে না হয়।

এটি নিশ্চিত করতে ভিডিও কলের আগে ঠাণ্ডা পানি ও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর সামান্য লোশন মেখে নিতে পারেন। যাতে আপনার মুখের প্রাণবন্ত ভাবটা আপনার সাথে যোগাযোগ করা ব্যক্তিকে এই অনুভূতি দেয় যে, আপনি ভালো আছেন।

আপনাকে কেমন দেখা যাবে, সে বিষয়ে নিশ্চিত হোন

অনেকে সেলফি বা ফোনের সামনের দিকের ক্যামেরায় নিজের চেহারাটাকে সেভাবে পছন্দ করেন না। মানে হলো, সামনের দিকে রাখা ক্যামেরার লেন্সে যেমন ছবি আসে তা মূল ক্যামেরার লেন্সের সাধারণ ছবির মতো নয়। ফলে আপনাকে কেমন দেখাবে, তা নিশ্চিত হয়ে নিন। কল করার নিজেকে একটু অন্য রকম লাগছে বলে ঘাবড়ে যাবেন না।

এ জন্য আগেই সেলফি ক্যামেরায় নিজের দুই একটা ভিডিও রেকর্ড করে নিতে পারেন। যা আপনাকে এটা বুঝতে সহায়তা করবে যে, আপনাকে আসল কেমন দেখায়। এই অনুশীলনটা করে নিলে হঠাৎ করে নিজেকে সেলফি ক্যামেরায় দেখে আপনি চমকে যাবেন না!

ক্যামেরার অবস্থান ঠিক আছে তো?

ক্যামেরাটা তো একেবারে মুখে কাছে টেনে আনেননি? তাহলে কিন্তু আপনি যাকে কল করছেন, তিনি আপনার নাক বা মুখের একটা অংশ ছাড়া আর কিছুই দেখছে না। কিংবা ক্যামেরাটা মুখের কোন অ্যাঙ্গেলে রেখেছেন তাও খেয়াল করুন। ভিডিও কলের ক্ষেত্রে ক্যামেরার যথাযথ অবস্থান অত্যন্ত জরুরি।

সুতরাং কল করার পরই স্ক্রিনের যে অংশে আপনাকে দেখা যাচ্ছে সেখানে নিজেকে দেখে ক্যামেরার অ্যাঙ্গেলটা নিশ্চিত হয়ে নিন। প্রিয়জনের সাথে কথা বলার সময় যদি নিজেদের ঠিক মতো দেখতেই না পারেন, এই লকডাউন তখন আরো কষ্টকর হয়ে উঠবে।

ব্যাকগ্রাউন্ডে কী আছে, নিশ্চিত হয়ে নিন

ধরুন আপনি এমনভাবে ভিডিও কল করছেন যে আপনার ব্যাকগ্রাউনডে ওয়াশরুমের দরজা। তো দেখা গেলো কল করার মধ্যেও ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন একজন- বিষয়টি দৃষ্টিকটু লাগবে এবং আপনি যাকে কল করেছেন, তার সামনে একটু বিব্রত হয়ে পড়বেন।

সুতরাং ব্যাকগ্রাউন্ডে কী আছে খেয়াল করুন। ব্যাকগ্রাউন্ডে শুধু দেওয়াল, ড্রয়িংরুমের পেইন্টিং বা আপনার বুক শেলফটাও রাখতে পারেন।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.