advertisement
আপনি দেখছেন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের নিকটবর্তী কেন্দ্রীয় মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে একাধিক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত ২৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আগামী শনিবার (১৬ মার্চ) থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে।

new zealand mosque attack tamim

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এ খবর নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমরা শনিবারের ম্যাচটি বাতিল করেছি। এই অবস্থায় ক্রিকেট খেলার মানসিকতা কারোরই অবশিষ্ট নেই।

দেশটি সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা ওই মসজিদে জুমার নামাজ আদায় করলেও সবাই নিরাপদে আছেন বলে জানা গেছে। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালও এই খবর নিশ্চিত করেছেন। শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টায় এ হামলার ঘটনা ঘটে।

তামিম ইকবাল এক টুইটে জানিয়েছেন, ‘পুরো দল বন্দুকধারীদের হাত থেকে বেঁচে গেছে। ভয়াবহ অভিজ্ঞতা। আমাদের জন্য দোয়া করবেন।’

দেশটির গণমাধ্যম বলছে, ডিনস এভে অবস্থিত মসজিদ আল নুর ও লিনউড এভের লিনউড মসজিদে বন্দুক হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ হামলার পরপরই এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে নিউজিল্যান্ডের পুলিশ। তবে এ হামলার পেছনে আরো অপরাধীরা জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা।

প্রসঙ্গত, ক্রাইস্টচার্চের হেগলি ওভাল মাঠে শনিবার সফররত বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে।