advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 20 মিনিট আগে

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে, এটা পুরনো খবর। নতুন খবর ওই সিরিজটির পূর্নাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। সিরিজে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। ত্রিদেশীয় সিরিজটির অপর দল স্বাগতিক আয়ারল্যান্ড।

mashrafe shakib odi bangladesh

আগামী ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। ফলে এমনও হতে পারে বিশ্বকাপের স্কোয়াড নিয়েই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে মাশরাফি বিন মর্তুজার দল।

ইংল্যান্ডের মাটিতে ২০০৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। আইসিসির কোনো ইভেন্টে প্রথমবার সেমিফাইনাল খেলেছিল টাইগাররা। ওই আসরের আগেও নিউজিল্যান্ডকে সাথে নিয়ে আয়ারল্যান্ডের মাটিতে অপর একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই অনুপ্রেরণাতেই এবারের বিশ্বকাপের আগে এই সিরিজ খেলার আয়োজন। এবারের বিশ্বকাপও যে হচ্ছে সেই ইংল্যান্ডেই। আশা করা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটাররা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার দারুণ একটা সুযোগ পাবেন এই ত্রিদেশীয় সিরিজে।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি:

সিরিজের প্রথম ম্যাচে ৫ মে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ভেন্যু ক্লন্টার্ফ।

দ্বিতীয় ম্যাচ ৭ মে। প্রতিপক্ষ উইন্ডিজ বনাম বাংলাদেশ, ভেন্যু ক্লন্টার্ফ।

তৃতীয় ম্যাচ ৯ মে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ভেন্যু মালাহিড।

চতুর্থ ম্যাচ ১১ মে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ভেন্যু মালাহিড।

পঞ্চম ম্যাচ ১৩ মে। প্রতিপক্ষ উইন্ডিজ বনাম বাংলাদেশ, ভেন্যু মালাহিড।

ষষ্ঠ ম্যাচ ১৫ মে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ।

ফাইনাল ১৭ মে। ভেন্যু মালাহিড।

 

sheikh mujib 2020