আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট বলেছেন দলটির প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। দল ও পারফরম্যান্স বিষয়ে বিভিন্ন সমালোচনা থাকলেও বিশ্বকাপে শক্তিশালী দল পাঠাতে পারবেন বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই সফল অধিনায়ক।
পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইনজামাম বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের জন্য খুব শক্তিশালী একটা দল গিতে পারব আমরা। এবারের বিশ্বকাপে ফেভারিট থাকব আমরা।’
অবশ্য ইনজামামের এই ফেভারিট তত্ত্ব নিয়ে আপত্তি আছে অনেকরই। কদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তানকে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটা ম্যাচই হেরেছে দলটি। তবে ওই সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিলেন বলে হোয়াইটওয়াশের বিষয়টি পাত্তা দিচ্ছেন না ইনজামাম।
পাকিস্তানের প্রধান নির্বাচক বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের মূল খেলোয়াড়দের সাতজনকে বিশ্রাম দেয়া হয়েছিল। আর শেষ দুটি ম্যাচে প্রায় দশজনকেই দলের বাইরে রাখা হয়েছিল। তারপরও দল দারুণ খেলেছে। যেটা আমাদের জন্য খুবই ভালো বিষয়। আশা করি, সামনেও এটি বজায় থাকবে।’
ইনজামাম আরও বলেন, ‘যেহেতু ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য আমাদের ব্যস্ত সময় কাটাতে হবে, তাই এসব খেলোয়াড়দের বিশ্রামটা খুব জরুরী ছিল। এছাড়া আমাদের দলের বেঞ্চের শক্তিও পরখ করে দেখাটা জরুরি ছিল।’