চলতি ১২তম আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান রাজস্থান রয়্যালসের সাঞ্জু স্যামসন। তারপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই বিদেশি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। চলতি আইপিএলের চার নম্বর সেঞ্চুরির দেখা মিলল আজ কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান লোকেশ রাহুলের ব্যাটে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন রাহুল। প্রথমে ব্যাটিং করতে নামা পাঞ্জাবের শুরুটা ছিল গেইলময়। ব্যাট হাতে আজ ঝড় তুলেছেন ক্যারিবীয়ান তারকা।
মাত্র ৩৬ বল খেলে ৩টি চার ৭টি ছক্কার সাহায্যে ৬৩ রান করেছেন। ১৬ নম্বর ওভারের পঞ্চম বলে গেইল ফেরার আগে পর্যন্ত রাহুল রয়েসয়েই ছিলেন। ঝড় তুলেছেন গেইল ফেরার পর থেকেই। ৪১ বলে ফিফটি করা রাহুল পরের ৫০ করেছেন মাত্র ২৩ বলে। শেষ পর্যন্ত ৬৪ বল খেলে ৬টি করে চার ও ছয়ে ঠিক ১০০ রানে অপরাজিত ছিলেন।
দুই ওপেনারের ঝড়ো দুটি ইনিংসে ১৯৭ রানের বড় সংগ্রহ পেয়েছে পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে এই রান তুলে দলটি।