advertisement
আপনি দেখছেন

অস্ট্রেলিয়ার তরুণ পেসার ম্যাট কেলির সঙ্গে চুক্তি করেছে কলকাতা নাইট রাইডার্স। চোটে পড়া দক্ষিণ আফ্রিকান পেসার অ্যানরিথ নর্তিয়ের পরিবর্তে কেলিকে দলে অন্তর্ভূক্ত করেছে নাইটরা।

matt kelly ipl

অ্যানরিথ নর্তিয়ে চোটে পড়েছিলেন আইপিএল শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। তারপর থেকেই তার পরিবর্তে একজন পেসার খুঁজছিল কলকাতা। অবশেষে কেলিকে বেছে নিল আইপিএলের অন্যতম সফল এই দলটি।

অস্ট্রেলিয়ার হয়ে এখনো খেলা হয়নি কেলির। তবে পার্থ স্কর্চার্সের হয়ে বিগ ব্যাশে নিয়মিত আলো ছড়িয়ে আসছিলেন তিনি। লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণীর ক্রিকেটেও ভালো বোলিং করেছেন কেলি। নজড়ে এসেছেন তাতেই। এবারের আইপিএলের প্লেয়ার ড্রাফটে কেলির ভিত্তিমূল্য ছিল ২০ লক্ষ টাকা। সেই দামেই তার সঙ্গে চুক্তি করেছে কলকাতা।

দেখার বিষয় আইপিএলে কেমন করেন তরুণ এই পেসার। এমনিতে কলকাতার পেস আক্রমণ সেভাবে প্রত্যাশা মিটাতে পারছে না। ম্যাচজয়ী পারফরম্যান্স করছেন সাধারণত ব্যাটসম্যান ও স্পিনাররা। নবাগত কেলির কাঁধে বড় দায়িত্বই চাপল। এখন পর্যন্ত আইপিএলে ছয় ম্যাচ খেলে ৪টিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স।