advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 12 মিনিট আগে

সানরাইজার্স হায়দরাবাদের একাদশে ডেভিড ওয়ার্নার নিয়মিত সদস্য। সে হিসেবে দম ফেলার ফুসরত মেলার কথা নয় অজি তরকার। ম্যাচ, অনুশীলন, এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে ছুটে বেড়ানো মিলিয়ে আইপিএলের সিডিউল যে বড্ডই টাইট। তবে টাইট সিডিউলের মধ্যেও পরিবারকে ঠিকই সময় দিচ্ছেন ওয়ার্নার।

warner with daughter

আজ স্থানীয় সময় দুপুরে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। মাত্র ছয় সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েকে নিয়ে অটোরিকশা করে হায়দরাবাদের রাস্তায় ঘুরছেন ওয়ার্নার।

অটো যোগে ঘুরে বেড়ানোটা ওয়ার্নার ও তার ছোট্ট মেয়েটি যে বড় ইনজয় করছেন সেটা ভিডিও দেখে সহজেই বুঝা যাচ্ছে। এখন পর্যন্ত আইপিএলে দুর্দান্ত সময়ই কাটছে ওয়ার্নারের।

হায়দরাবাদের হয়ে ছয় ম্যাচ খেলে ৩৪৯ রান করা ওয়ার্নার সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন। চলতি আইপিএলে যে চারটি সেঞ্চুরি হয়েছে তার মধ্যে একটি ওয়ার্নারের। তবে তার দলের অবস্থা খুব ভালো নয়। শুরুটা দারুণ হলেও এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে হায়দরাবাদ তিনটিতে জিতেছে, হেরেছে অপর তিনটিতে। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে হায়দরাবাদ।

sheikh mujib 2020