advertisement
আপনি দেখছেন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার প্রত্যাক্ষ সাক্ষী ছিলেন মুশফিকুর রহিম। একটু এদিক-ওদিক হলে হামলার মুখেও পড়তে পারতেন তিনি। সেই আতঙ্কের পর আজ প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

mushfiqur rahim batted practice

নিউজিল্যান্ড থেকে ফিরে কয়েকদিন ঢাকায় থাকার পর জন্মস্থান বগুড়ায় চলে গিয়েছিলেন। তারপর থেকে সেখানেই পরিবারের সঙ্গে ছিলেন। গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। মাঠে ফিরেছেন অবশ্য গতকাল শুক্রবার। কাল একাডেমির মাঠে হালকা রানিং করেছেন মুশফিক। আজ নেমে পড়েছেন ব্যাটিং অনুশীলনে। প্রায় দুই মাস পর ব্যাট হাতে নিলেন মুশফিক।

আগামী ২২ এপ্রিল থেকে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্প শুরু হচ্ছে। তার আগে নিজেকে ঝালিয়ে নিতেই মুশফিকের এই অনুশীলন শুরু করা।

আগামী বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। এই স্বপ্নের পাল উড়াতে মুশফিকের বড় দায়িত্ব। মিডল অর্ডারে মুশফিকের কাঁধে থাকে সবচেয়ে বড় দায়িত্ব। বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানও ভাবা হয় তাকে।