বড় বড় ছক্কা মারার দারুণ দিন ছিলো মাশরাফির। বাংলাদেশের টেলএন্ডার ব্যাটিংকে দারুণ উপভোগ্য করে তুলেছিলেন তিনি। কিন্তু তার ক্যারিয়ারের জাতশত্রু- ইনজুরির কারণে মাশরাফির শেষ দিকের ঝলক খুব বেশি দেখার সুযোগ হয় না দর্শকদের। তবে এই সিরিজে অনেক দিন পর আবার তা হলো।
বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ২৫ বলে ৩৯ রানের এক দুরন্ত ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। তার অমন অগ্নিরূপের উপর ভর করেই বাংলাদেশের ইনিংস আড়াইশ ছাড়িয়েছে।
৩৯ রান করার পথে দুটি বিশাল ছক্কা মেরেছেন মাশরাফি। সাথে ছিলো চারটি চার। মিরপুরের গ্যালারি ভরা দর্শক অনেক দিন পর মাশরাফিকে দেখেছেন চেনা রূপে। এই সিরিজে এখনো ২০০ রান করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো এ ম্যাচে জিতবে বাংলাদেশ।
যদি তাই আসলেই করতে হয় তবে মাশরাফিকে আরো একবার জ্বলে উঠতে হবে। তবে এবার ব্যাট হাতে না, মাশরাফিকে চেনা ঝলক দেখাতে হবে বল হাতে। ঠিক যেভাবে গত দুই ম্যাচে জিম্বাবুয়ের টপঅর্ডারকে ভড়কে দিয়েছিলেন তিনি।