মরুর শহর শারজায় বৃষ্টি। তবে প্রকৃতির না, ক্রিকেটের ছক্কার বৃষ্টিতে ভেসে গেছে শারজা। পাকিস্তান- নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়ে গেছে।
চার দিনে শেষ হওয়া ম্যাচে সীমানার বাইরে বল উড়ে গিয়ে আছড়ে পড়েছে মোট ৩৫বার। এটিই এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে রেকর্ড ছিলো এক টেস্টে ২৭টি ছক্কা। আট বছর আগে পাকিস্তানের ফয়সালাবাদে হয়েছিলো রেকর্ডটি।
পাকিস্তান-নিউজিল্যন্ডের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ১১টি ছক্কা মেরেছেন তিনি। ছয়টি ছক্কা মেরেছেন পাকিস্তানি ব্যাটসম্যান আসাদ শফিক। পাকিস্তানের প্রথম ইনিংসে তিনটি ছক্কা মেরেছিলেন মোহাম্মদ হাফিজ।
ম্যাচটি পাকিস্তান হেরে গেছে এক ইনিংস ও ৮০ রানের ব্যবধানে।