একটা ম্যাচও জিততে পারলো না জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের টানা পাঁচ হেরে হোয়াইটওয়াশই হলো তারা। বাংলাদেশের বোলার-ব্যাটসম্যানদের দারুণ দলীয় পারফর্মের কাছে হেরে চরম লজ্জার এক সফর শেষ করলো জিম্বাবুয়ে। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৫ উইকেটে হেরেছে তারা।
ম্যাচের প্রথম ইনিংসে তাইজুল-সাকিবের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তারা অলআউট হয়ে যায় মাত্র ১২৮ রানে।
অভিষেকেই হ্যাটট্রিক করেন তাইজুল। ওয়ানডে ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার তিনি। সাত ওভারে মাত্র ১১ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি।
পরে ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিতার পথে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। ৪৭ রানের মধ্যে বিদায় নেন তামিম-এনামুল ও অভিষিক্ত সৌম্য সরকার। শূন্যতে আউট হয়ে যান সাকিবও। এরপর জুটি গড়েন মাহমুদউল্লাহ ও মুশফিক। এ জুটিই জয়ের দিকে নিয়ে বাংলাদেশকে।
এরপর মুশফিকও আউট হয়ে যান। তবে ৫১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফিরেন মাহমুদউল্লাহ। সিরিজের সবগুলো ম্যাচই জিতেছে বাংলাদেশ।