advertisement
আপনি দেখছেন

প্রতিটি বোলারের কাছেই হ্যটট্রিক এক চরম অরাধ্য বিষয়ের নাম। সেই হ্যাটট্রিকটাই নিজের প্রথম ম্যাচেই করে পেয়ে গেলেন বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার তাইজুল। নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রি করেছেন তিনি। ওয়ানডে ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেকেই হ্যটট্রিক করার নজির গড়েছেন তিনি।

এর আগে টেস্ট অভিষেকেও চমক দেখিয়েছিলেন তাইজুল। নিয়েছেছিলেন পাঁচ উইকেট। সেটা তো হারহামেশাই হয়। অভিষেকে হ্যাটট্রিকের সাথে নিশ্চয় তার তুলনা চলে না।

নিজের কীর্তি নিয়ে ম্যাচ শেষে খুব বেশি কিছু বলেননি তাইজুল। তার মধ্যে বিশেষ কোনো চাঞ্চল্যও দেখা যায়নি। ইতিহাসে নাম লেখানো এই স্পিনার খুব সাধারণভাবেই নিজের কীর্তি উদযাপন করেছেন। তার আচরণেই বোঝা গেছে লম্বা রেসের ঘোড়া তিনি।

sheikh mujib 2020